প্রতিনিধি, মানিকগঞ্জ
করোনা সংক্রমণ রোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া। সংক্রমণ রোধ করতে অন্য সব মন্ত্রণালয় কাজ করছে। সংক্রমণ রোধ করতে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে ও সরকার ঘোষিত লকডাউন মেনে চলতে হবে।
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ বক্তব্য দিয়েছেন। চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এসব বলেন। মন্ত্রী বলেন, সারা দেশে করোনার রোগীদের জন্য এখন পর্যন্ত ১৬ হাজার বেড রয়েছে। যার মধ্যে ৯০ ভাগ বেড পূরণ হয়ে গেছে। করোনার মহামারি বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা নন কোভিড রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হাসপাতালের বেড বাড়িয়েও কুল রক্ষা না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।
শহরের পাশাপাশি গ্রামেও করোনা সংক্রমণ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের মানুষের ধারণা তাঁদের করোনা হবে না। এখন দেখা যাচ্ছে শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের করোনা সংক্রমণের হার বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম-গঞ্জের হাট বাজার ও চায়ের দোকানের আড্ডা বন্ধ করতে হবে। সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটিকে আরও শক্তিশালী করতে স্থানীয় প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান। পাশাপাশি করোনা আক্রান্তদের বাড়িতে লাল পতাকা সাঁটিয়ে দেওয়ার পাশাপাশি সচেতনতার জন্য নিয়মিত মাইকিংয়ের নির্দেশ দেন। এখনই সচেতন না হলে ভবিষ্যতে করোনায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাবে, হাসপাতালেও রোগীদের জায়গা হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন।
সারা দেশে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান মিলে প্রায় ৫০ হাজার লোক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আরও চিকিৎসক সহ লোকবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালকে কোভিড মেডিকেটেড হাসপাতাল ঘোষণার পাশাপাশি সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নন কোভিড রোগীদের চিকিৎসা জোরদার করতে নির্দেশ দেন।
করোনা টিকার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা সব দেশের সঙ্গে যোগাযোগ কনটিনিউ করছি। চলতি মাসে এক কোটি ভ্যাকসিন চলে আসবে। এ ছাড়া আগামী মাসে পাওয়া যাবে আরও এক কোটি ভ্যাকসিন। তবে কোন দেশ থেকে ভ্যাকসিন আসবে তা বলেননি। মন্ত্রী বলেন, শুধু ভ্যাকসিন নিলে হবে না। ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল আমিন আখন্দ, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক গৌতম রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।
করোনা সংক্রমণ রোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া। সংক্রমণ রোধ করতে অন্য সব মন্ত্রণালয় কাজ করছে। সংক্রমণ রোধ করতে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে ও সরকার ঘোষিত লকডাউন মেনে চলতে হবে।
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ বক্তব্য দিয়েছেন। চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এসব বলেন। মন্ত্রী বলেন, সারা দেশে করোনার রোগীদের জন্য এখন পর্যন্ত ১৬ হাজার বেড রয়েছে। যার মধ্যে ৯০ ভাগ বেড পূরণ হয়ে গেছে। করোনার মহামারি বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা নন কোভিড রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হাসপাতালের বেড বাড়িয়েও কুল রক্ষা না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।
শহরের পাশাপাশি গ্রামেও করোনা সংক্রমণ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের মানুষের ধারণা তাঁদের করোনা হবে না। এখন দেখা যাচ্ছে শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের করোনা সংক্রমণের হার বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম-গঞ্জের হাট বাজার ও চায়ের দোকানের আড্ডা বন্ধ করতে হবে। সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটিকে আরও শক্তিশালী করতে স্থানীয় প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান। পাশাপাশি করোনা আক্রান্তদের বাড়িতে লাল পতাকা সাঁটিয়ে দেওয়ার পাশাপাশি সচেতনতার জন্য নিয়মিত মাইকিংয়ের নির্দেশ দেন। এখনই সচেতন না হলে ভবিষ্যতে করোনায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাবে, হাসপাতালেও রোগীদের জায়গা হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন।
সারা দেশে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান মিলে প্রায় ৫০ হাজার লোক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আরও চিকিৎসক সহ লোকবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালকে কোভিড মেডিকেটেড হাসপাতাল ঘোষণার পাশাপাশি সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নন কোভিড রোগীদের চিকিৎসা জোরদার করতে নির্দেশ দেন।
করোনা টিকার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা সব দেশের সঙ্গে যোগাযোগ কনটিনিউ করছি। চলতি মাসে এক কোটি ভ্যাকসিন চলে আসবে। এ ছাড়া আগামী মাসে পাওয়া যাবে আরও এক কোটি ভ্যাকসিন। তবে কোন দেশ থেকে ভ্যাকসিন আসবে তা বলেননি। মন্ত্রী বলেন, শুধু ভ্যাকসিন নিলে হবে না। ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল আমিন আখন্দ, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক গৌতম রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।
গত ১১ বছরে দেশে ৬২ হাজার ৬১৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮৬ হাজার ৬৯০ জন। আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৫৭ জন। এই পরিসংখ্যান তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের কার্যকর কৌশল অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
৩৩ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় অনুষ্ঠানস্থলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের কিছু কর্মী। গতকাল শুক্রবার বিকেল ৪টায় লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ কথা পুনরায় নিশ্চিত করেছেন।
১৯ ঘণ্টা আগেসুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অনুসন্ধান চলাকালে বিচারপতি আখতারুজ্জামান গত ৩১ আগস্ট প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন।
১৯ ঘণ্টা আগে