শাহরিয়ার হাসান, ঢাকা
ঊর্ধ্বতন কোনো পুলিশ কর্মকর্তা তাঁর ব্যক্তিগত কাজে অধস্তন সদস্যকে ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া বাহিনীতে উপপরিদর্শক (এসআই) নিয়োগের ক্ষেত্রে সরাসরির চেয়ে বিভাগীয় সদস্যদের প্রাধান্য দেওয়া হবে। সাধারণ মানুষকে হয়রানির জন্য ট্রাফিক পুলিশের রেকার-বাণিজ্য বন্ধ করা হবে।
পুলিশ সংস্কারের অংশ হিসেবে নন-ক্যাডার পুলিশ সদস্যদের দাবির মুখে এমন সাতটি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এগুলো নির্দেশনা আকারে তৈরির জন্য আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে নির্দেশনা তৈরি করবে।
পুলিশ সদর দপ্তরে হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখায় তৈরি করা একটি চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ১১ দফা দাবি আদায়ে অনড় অবস্থানে থাকা নন-ক্যাডার পুলিশ সদস্য ও কর্মকর্তারা টানা পাঁচ দিন কর্মবিরতি পালন করেন। পরে ১১ আগস্ট আন্দোলনকারী প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন। সেই সভায় সাতটি দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
গেল জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন পরে তুমুল গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার সেই আন্দোলনে ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সরকার পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ৪০ জনের বেশি পুলিশ সদস্য নিহত হন। আতঙ্কে বেশির ভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পাঁচ দিন ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশের নন-ক্যাডার সদস্যরা। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসহ জেলাগুলোর পুলিশ লাইনসে পুলিশের ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন, সঙ্গে পুলিশ বাহিনীর সংস্কার চান।
এরপর পুলিশ বাহিনী সংস্কার আন্দোলন ২০২৪-এর ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) নাজমুল ইসলামের সই করা চিঠিতে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ সদস্যদের সঙ্গে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে। ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না। কনস্টেবল থেকে সকল পর্যায়ে অফিসারদের পোস্টিং-বাণিজ্য বন্ধ থাকবে। সার্জেন্ট মার্জ করে এসআই আর এটিএসআইকে মার্জ করে এএসআই পদে রূপান্তর করা হবে। সাবইন্সপেক্টরে ৭৫ শতাংশ পদ বিভাগীয় অফিসার দ্বারা আর ২৫ শতাংশ পদ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।
জনগণের স্বার্থে ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ রেকার-বাণিজ্য বন্ধ থাকবে ও ট্রাফিকের মামলার কোনো টার্গেট থাকবে না।
চিঠিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া করিম, বেলাল উদ্দিন, মিলন মাহমুদকে এই নির্দেশনা তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, ‘এগুলো তাঁদের ন্যায্য অধিকার। আমরা নির্দেশনা তৈরি করে পুলিশ সদর দপ্তরে জমা দেব।’
ঊর্ধ্বতন কোনো পুলিশ কর্মকর্তা তাঁর ব্যক্তিগত কাজে অধস্তন সদস্যকে ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া বাহিনীতে উপপরিদর্শক (এসআই) নিয়োগের ক্ষেত্রে সরাসরির চেয়ে বিভাগীয় সদস্যদের প্রাধান্য দেওয়া হবে। সাধারণ মানুষকে হয়রানির জন্য ট্রাফিক পুলিশের রেকার-বাণিজ্য বন্ধ করা হবে।
পুলিশ সংস্কারের অংশ হিসেবে নন-ক্যাডার পুলিশ সদস্যদের দাবির মুখে এমন সাতটি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এগুলো নির্দেশনা আকারে তৈরির জন্য আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে নির্দেশনা তৈরি করবে।
পুলিশ সদর দপ্তরে হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখায় তৈরি করা একটি চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ১১ দফা দাবি আদায়ে অনড় অবস্থানে থাকা নন-ক্যাডার পুলিশ সদস্য ও কর্মকর্তারা টানা পাঁচ দিন কর্মবিরতি পালন করেন। পরে ১১ আগস্ট আন্দোলনকারী প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন। সেই সভায় সাতটি দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
গেল জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন পরে তুমুল গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার সেই আন্দোলনে ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সরকার পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ৪০ জনের বেশি পুলিশ সদস্য নিহত হন। আতঙ্কে বেশির ভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পাঁচ দিন ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশের নন-ক্যাডার সদস্যরা। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসহ জেলাগুলোর পুলিশ লাইনসে পুলিশের ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন, সঙ্গে পুলিশ বাহিনীর সংস্কার চান।
এরপর পুলিশ বাহিনী সংস্কার আন্দোলন ২০২৪-এর ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) নাজমুল ইসলামের সই করা চিঠিতে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ সদস্যদের সঙ্গে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে। ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না। কনস্টেবল থেকে সকল পর্যায়ে অফিসারদের পোস্টিং-বাণিজ্য বন্ধ থাকবে। সার্জেন্ট মার্জ করে এসআই আর এটিএসআইকে মার্জ করে এএসআই পদে রূপান্তর করা হবে। সাবইন্সপেক্টরে ৭৫ শতাংশ পদ বিভাগীয় অফিসার দ্বারা আর ২৫ শতাংশ পদ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।
জনগণের স্বার্থে ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ রেকার-বাণিজ্য বন্ধ থাকবে ও ট্রাফিকের মামলার কোনো টার্গেট থাকবে না।
চিঠিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া করিম, বেলাল উদ্দিন, মিলন মাহমুদকে এই নির্দেশনা তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, ‘এগুলো তাঁদের ন্যায্য অধিকার। আমরা নির্দেশনা তৈরি করে পুলিশ সদর দপ্তরে জমা দেব।’
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৫ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৫ ঘণ্টা আগে