মো. হুমায়ূন কবীর, ঢাকা
আরও ৪ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন ভোটার বেড়েছে। তাঁদের মধ্যে দেশে ৪ লাখ ৫১ হাজার ২২৯ জন এবং প্রবাসে থাকা ১২ হাজার ২১০ জন নতুন ভোটার হয়েছেন। গত আট মাসে তাঁরা নিজ উদ্যোগে ভোটার হন। অনিষ্পন্ন রয়েছে ৩ লাখ ২০ হাজার ৭৪৪ জনের ভোটার হওয়ার আবেদন।
নির্বাচন কমিশনের (ইসি) ১০ অঞ্চলের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণ-সংক্রান্ত সভার ১০ অঞ্চলের নথি থেকে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি এই সভা হয়েছে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করায় চলতি বছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ হাতে নিতে পারেনি ইসি সচিবালয়।
গত ২ মার্চ ভোটার দিবসে ইসির দেওয়া তথ্য অনুযায়ী তখন ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন ৪ লাখ ৬৩ হাজার ৪৩৯ ভোটার যুক্ত হওয়ায় এই সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ২৩ লাখ ১৩ হাজার ৫৯৯ জনে। এ ছাড়া ২০২২ সালে হালনাগাদে ১৮ বছরের কম বয়সীদের তথ্য নেওয়া হয়েছিল। আগামী বছরের ২ মার্চ যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেখানে আরও ৮ লক্ষাধিক নতুন ভোটার যুক্ত হবে বলে ইসি সূত্র জানায়।
নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘১০ অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে আমরা আবার বসব। যেসব আবেদন অনিষ্পন্ন আছে, সেগুলো কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে আলোচনা করা হবে।’ এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, কমিশন না থাকায় এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। নতুন কমিশন এসে হয়তো করবে।
ওই সভার নথি থেকে জানা যায়, রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হয়েছেন ৩৩ হাজার ৪১৮ জন। আবেদন অনিষ্পন্ন আছে ৩১ হাজার ৯৪৬টি। খুলনা অঞ্চলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হয়েছেন ২৪ হাজার ৯০৪ জন। আবেদন অনিষ্পন্ন আছে ২৯ হাজার ২৫১টি। ২২ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে ভোটার হয়েছেন ৩১ হাজার ৫৭৩ জন এবং আবেদন নিষ্পত্তি হয়নি ৩৬ হাজার ১০টি।
কুমিল্লা অঞ্চলে ভোটার হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৮ জন। আবেদন অনিষ্পন্ন রয়েছে ২৬ হাজার ৮০০টি। এই অঞ্চলের প্রবাসীরা ৮ হাজার ৭৮৬টি আবেদন করেছেন। অনুমোদন হয়েছে ৩ হাজার ৪০৯টি। বরিশাল অঞ্চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ২০ হাজার ৮৬ জন। আবেদন অনিষ্পন্ন ১৯ হাজার ৫০৬টি। ফরিদপুর অঞ্চলে ২ অক্টোবর পর্যন্ত ভোটার হয়েছেন ২৬ হাজার ৫৯৭ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ২০ হাজার ৮৬১টির।
ঢাকা অঞ্চলে ৭ অক্টোবর পর্যন্ত ভোটার হয়েছেন ৫৮ হাজার ৯৫৫ জন, আবেদন অনিষ্পন্ন রয়েছে ৭২ হাজার ৭২২টি। ময়মনসিংহ অঞ্চলে ৯ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৮১ হাজার ৮২৩ জন, আবেদন অনিষ্পন্ন ২৪ হাজার ৩৭৪টি। সিলেট অঞ্চলে ১৫ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৩৭ হাজার ৮২৯ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ২৪ হাজার ৫৪৬টির। রংপুর অঞ্চলে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৩২ হাজার ৬৪৬ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ৩৪ হাজার ৭২৮টির।
ইসি ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, ঠিকানা পরিবর্তন, স্মার্ট কার্ড সংগ্রহসহ এনআইডি বিষয়ে যেকোনো সেবার জন্য সংশ্লিষ্ট জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে সেবার বিষয়ে জানতে ইসির হটলাইন নম্বর ১০৫-এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টোল ফ্রি কথা বলা যাবে।
আরও ৪ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন ভোটার বেড়েছে। তাঁদের মধ্যে দেশে ৪ লাখ ৫১ হাজার ২২৯ জন এবং প্রবাসে থাকা ১২ হাজার ২১০ জন নতুন ভোটার হয়েছেন। গত আট মাসে তাঁরা নিজ উদ্যোগে ভোটার হন। অনিষ্পন্ন রয়েছে ৩ লাখ ২০ হাজার ৭৪৪ জনের ভোটার হওয়ার আবেদন।
নির্বাচন কমিশনের (ইসি) ১০ অঞ্চলের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণ-সংক্রান্ত সভার ১০ অঞ্চলের নথি থেকে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি এই সভা হয়েছে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করায় চলতি বছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ হাতে নিতে পারেনি ইসি সচিবালয়।
গত ২ মার্চ ভোটার দিবসে ইসির দেওয়া তথ্য অনুযায়ী তখন ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন ৪ লাখ ৬৩ হাজার ৪৩৯ ভোটার যুক্ত হওয়ায় এই সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ২৩ লাখ ১৩ হাজার ৫৯৯ জনে। এ ছাড়া ২০২২ সালে হালনাগাদে ১৮ বছরের কম বয়সীদের তথ্য নেওয়া হয়েছিল। আগামী বছরের ২ মার্চ যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেখানে আরও ৮ লক্ষাধিক নতুন ভোটার যুক্ত হবে বলে ইসি সূত্র জানায়।
নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘১০ অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে আমরা আবার বসব। যেসব আবেদন অনিষ্পন্ন আছে, সেগুলো কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে আলোচনা করা হবে।’ এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, কমিশন না থাকায় এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। নতুন কমিশন এসে হয়তো করবে।
ওই সভার নথি থেকে জানা যায়, রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হয়েছেন ৩৩ হাজার ৪১৮ জন। আবেদন অনিষ্পন্ন আছে ৩১ হাজার ৯৪৬টি। খুলনা অঞ্চলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হয়েছেন ২৪ হাজার ৯০৪ জন। আবেদন অনিষ্পন্ন আছে ২৯ হাজার ২৫১টি। ২২ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে ভোটার হয়েছেন ৩১ হাজার ৫৭৩ জন এবং আবেদন নিষ্পত্তি হয়নি ৩৬ হাজার ১০টি।
কুমিল্লা অঞ্চলে ভোটার হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৮ জন। আবেদন অনিষ্পন্ন রয়েছে ২৬ হাজার ৮০০টি। এই অঞ্চলের প্রবাসীরা ৮ হাজার ৭৮৬টি আবেদন করেছেন। অনুমোদন হয়েছে ৩ হাজার ৪০৯টি। বরিশাল অঞ্চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ২০ হাজার ৮৬ জন। আবেদন অনিষ্পন্ন ১৯ হাজার ৫০৬টি। ফরিদপুর অঞ্চলে ২ অক্টোবর পর্যন্ত ভোটার হয়েছেন ২৬ হাজার ৫৯৭ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ২০ হাজার ৮৬১টির।
ঢাকা অঞ্চলে ৭ অক্টোবর পর্যন্ত ভোটার হয়েছেন ৫৮ হাজার ৯৫৫ জন, আবেদন অনিষ্পন্ন রয়েছে ৭২ হাজার ৭২২টি। ময়মনসিংহ অঞ্চলে ৯ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৮১ হাজার ৮২৩ জন, আবেদন অনিষ্পন্ন ২৪ হাজার ৩৭৪টি। সিলেট অঞ্চলে ১৫ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৩৭ হাজার ৮২৯ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ২৪ হাজার ৫৪৬টির। রংপুর অঞ্চলে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৩২ হাজার ৬৪৬ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ৩৪ হাজার ৭২৮টির।
ইসি ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, ঠিকানা পরিবর্তন, স্মার্ট কার্ড সংগ্রহসহ এনআইডি বিষয়ে যেকোনো সেবার জন্য সংশ্লিষ্ট জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে সেবার বিষয়ে জানতে ইসির হটলাইন নম্বর ১০৫-এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টোল ফ্রি কথা বলা যাবে।
আদালতে দুদকের করা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নসরুল হামিদ তাঁর স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
১৯ মিনিট আগে‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।
২৭ মিনিট আগেবহু বঞ্চনার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অবশেষে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ৩০০ ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের চারটি জেলা—ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় এই ঘরগুলো বিতরণ করা হয়। আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টা নিজ কার্যালয় থেকে...
১ ঘণ্টা আগে