Ajker Patrika

প্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২০: ২৭
স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে। আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাই তাঁদের জন্য পাসপোর্ট ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসীরা সাধারণত বাংলাদেশ বিমানে আসা-যাওয়ার চেষ্টা করেন। কারণ, বিমানে আসা-যাওয়া করলে তাঁদের ভাষা বুঝতে সহজ হয় এবং দেশি খাবার খেতে পারেন। সে জন্য বিমানের সার্ভিসের মান আমরা বাড়ানোর চেষ্টা করছি। প্রবাসী শ্রমিকেরা বিভিন্ন স্থানে সুযোগ-সুবিধা কম পান। সে জন্য তাঁদের সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিমানভাড়া কমানো হবে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিমানভাড়া মূলত প্রতিযোগতিমূলক। বিমানের ভাড়া বেশি পরিমাণ কমানো হলে অন্যদেরও কমাতে হবে। তবে ভাড়ার বিষয়টি পরে দেখা হবে।

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি সপ্তাহের মধ্যে ই-গেট চালু করা হবে। এ সপ্তাহের মধ্যে যাতে ই-গেট চালু করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। যাঁদের ই-পাসপোর্ট রয়েছে, তাঁরা পাসপোর্ট দেখিয়ে ই-গেট দিয়ে ঢুকতে পারবেন। এ বছরের ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশনে সব ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।

নির্বাচন নিয়ে সংশয় বা চ্যালেঞ্জ রয়েছে কি না—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। তবে চ্যালেঞ্জ রয়েছে। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যা আগে কখনো ছিল না। এ ছাড়া গত তিন জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের এ নির্বাচনে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগে একটা বৈঠক হয়েছে। সেখানে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কোর কমিটি করে দেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা হলো, সেটা তারা তদন্ত করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার পর উচ্চপর্যায়ে গঠিত তদন্ত কমিটি যেসব সুপারিশ দিয়েছে, তা বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর জাতীয় নির্বাচনের কারণে বিশ্ব ইজতেমা নির্ধারিত সময়ে হবে কি না—তা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া সারা দেশে ১০৩টি কেপিআইভুক্ত এলাকায় বিশেষ নিরাপত্তার জন্য সেখানে অগ্নিপ্রতিরোধব্যবস্থা যথাযথভাবে সচল রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...