Ajker Patrika

সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ৫২
সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠিত

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যার ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলুকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

গত রোববার কমিটি গঠন করা হয়েছে বলে আজ মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এ ছাড়া এই কমিটিতে রাজশাহী জেলা প্রশাসক, বিএডিসির নাটোরের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মো. সাজ্জাদ হোসেন এবং বিএমডিএর নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলীকে সদস্য করা হয়েছে।

দুই কৃষকের মৃত্যু এবং সেচের পানি সময়মতো না পাওয়ার কারণ উদ্‌ঘাটনে সরেজমিনে তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত ২১ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে কৃষি জমিতে পানি না পেয়ে বিষ পান করে আত্মহত্যা করেন কৃষক অভিনাথ মারান্ডি (৩৬) ও রবি মারান্ডি (২৭)। ওই এলাকার কৃষকেরা বলছেন, তাঁরা এখন চাহিদামতো পানি পাচ্ছেন না। এলাকাভেদে বোরো ধানের জমিতে সেচের জন্য ৭ থেকে ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর গভীর নলকূপের অপারেটররা বলছেন, নলকূপে আর আগের মতো পানি উঠছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত