Ajker Patrika

দুই সপ্তাহে টিকা পাবে সোয়া ৩ কোটি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩: ৪৫
দুই সপ্তাহে টিকা পাবে সোয়া ৩ কোটি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসের শেষের দিকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও সেটি এগিয়ে এনেছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে ঘিরে আগামীকাল বৃহস্পতিবারই শুরু হচ্ছে সেই ক্যাম্পেইন, যেখানে সোয়া ৩ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 

আজ বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে আমরা এক দিনে কোটি টিকার ক্যাম্পেইন করেছি। এবার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের ক্যাম্পেইন করতে যাচ্ছি। আগামীকাল বঙ্গবন্ধুর জন্মদিনেই সেই ক্যাম্পেইন শুরু হবে, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য বিভাগও এতে সহযোগিতা করবে। এই কর্মসূচিতে ৩ কোটি ২৫ লাখ টিকা দেওয়া হবে। এর মধ্যে ২ কোটি দ্বিতীয় ডোজ এবং বাকিটা প্রথম ও বুস্টার ডোজ।’ 

জাহিদ মালেক বলেন, ‘এখনো পর্যন্ত ২২ কোটি টিকা দেওয়া হয়েছে। হাতে আছে এখনো ৮ কোটির বেশি। নতুন করে ৩ কোটি মানুষকে টিকা দিলে ৭৫ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজের আওতায় আসবে।’ 

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার অগ্রগতি জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘তাদের টিকা দিতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুসরণ করতে হবে। ডব্লিউএইচও এখনো আমাদের এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত