Ajker Patrika

জাপান থেকে আসছে আরও ৬ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাপান থেকে আসছে আরও ৬ লাখ ডোজ টিকা

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখের বেশি টিকা পাবে বাংলাদেশ। এরই মধ্যে বেশিরভাগ টিকা এসে গেছে। এবার বাকি ছয় লাখ ডোজের বেশি টিকা ঢাকার পথে রওনা হয়েছে।

আজ শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। তবে কখন টিকাগুলো পৌঁছাবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি প্রতিমন্ত্রী। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আাগমীকাল শনিবার বিকেল ৩টার দিকে টিকাগুলো দেশে পৌঁছাতে পারে।

জাপান থেকে এখন পর্যন্ত চার দফায় ২৪ লাখ ২৪ হাজার ৪৮৭ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ। এবার পঞ্চম দফায় বাকি ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আসছে।

ভারতের সেরাম ইনস্টিটিউট ও চীনা সিনোফার্মের সঙ্গে ক্রয় চুক্তির টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২০৭ ডোজ টিকা পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৫৪৪ জন। ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৮ ডোজ টিকা দিতে পেরেছে সরকার। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ জন। তবে পূর্ণ ডোজ পাওয়ার সংখ্যা অনেক কম। এ পর্যন্ত ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। 

ফলে নিবন্ধন করেও এখনো টিকাই পাননি ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত