Ajker Patrika

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে ব্রিজ–কালভার্ট, রেলে ওভারপাস নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২২, ২১: ৫৫
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে ব্রিজ–কালভার্ট, রেলে ওভারপাস নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বন্যায় ক্ষতিগ্রস্তর বিভিন্ন সড়কে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সারা দেশের রেললাইনে লেভেল ক্রসিং না রেখে ওভারপাস নির্মাণের নির্দেশনাও দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেকের সভায় তিনি এ নির্দেশ দেন। 

শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভার্চুয়াল সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সব হাওর এলাকায় যেসব রাস্তা কাটা হয়েছে, রাস্তা ভেঙে গেছে সেখানে রাস্তার পরিবর্তে ব্রিজ বা কালভার্ট নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, বন্যার কারণে পানি চলাচলের বাঁধা সৃষ্টি হয়। এ জন্য বন্যাদুর্গত এলাকায় নতুন রাস্তা না করে সেতু করতে হবে। যেসব সড়ক ভেঙে গেছে সেখানেও সড়ক না করে কালভার্ট করতে হবে। হাওর বা প্লাবন এলাকায় নতুন করে আর কোনো রাস্তা হবে না। সব হবে উড়ালসড়ক।’ 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তা চলাচলে যাতে কোনো বাঁধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রেলক্রসিংয়ের কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এ জন্য যেখানে প্রয়োজন সেখানেই ওভারপাস নির্মাণ করতে হবে। সব শহরেই রেলক্রসিংয়ের জায়গায় পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করতে হবে।’ 

একনেক সভায় ২ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—১ হাজার ৯২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ’ প্রকল্প, ১৭১ কোটি টাকা ব্যয়ে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ’ প্রকল্প, ১১৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্প, ৮৯২ কোটি টাকা ব্যয়ে ‘কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প, ৯১ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার টেকনাফ সড়ক (এন–১) উন্নয়ন ইত্যাদি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত