Ajker Patrika

কয়লাভিত্তিক দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরুতে সংসদীয় কমিটির সন্তোষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২২: ১৯
কয়লাভিত্তিক দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরুতে সংসদীয় কমিটির সন্তোষ

কক্সবাজারের ‘মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম’ প্রকল্পের কাজের অগ্রগতি আশানুরূপ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

আজ রোববার জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে প্রকল্পটি সম্পর্কে আলোচনায় এ সন্তোষ প্রকাশ করা হয়। 

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ প্রকল্পের ভৌত এবং আর্থিক অগ্রগতি আশানুরূপ হওয়ায় কমিটি সন্তোষ প্রকাশ করে।

বৈঠকে জানানো হয়, দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ, ৩৫০ মিটার প্রস্থ ও ১৮ দশমিক ৫ মিটার গভীর চ্যানেল, সি-ওয়ালসহ আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ, কয়লা ও তেল খালাসের জন্য জেটি, ২৭৫ মিটার উচ্চতাসম্পন্ন চিমনি নির্মাণ শেষ হয়েছে। কয়লাভিত্তিক প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদনও শুরু হয়েছে। 

কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, রফিকুল ইসলাম, আবদুস সবুর, এ কে এম মোস্তাফিজুর রহমান ও খালেদা বাহার। 

প্রাথমিক ও গণশিক্ষা কমিটির বৈঠক

প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগের পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। নিয়োগ দ্রুত নিষ্পত্তির জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার, মুজিব কর্নার, খেলার মাঠ এবং সীমানাপ্রাচীর নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। 

এ ছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান/নির্মাণাধীন ভবন পরিদর্শন করার জন্য কমিটির সদস্য এস এম শাহজাদাকে আহ্বায়ক করে এইচ এম বদিউজ্জামান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও গোলাম সরোয়ার টুকুর সমন্বয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়। 

কমিটির সভাপতি আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, আহমেদ ফিরোজ কবির, এস এম শাহজাদা, এইচ এম বদিউজ্জামান, নিলুফার আনজুম, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, গোলাম সরোয়ার টুকু ও ফারজানা সুমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত