Ajker Patrika

ডেঙ্গুতে এক মাসে মৃত্যুর রেকর্ড ছাড়াল ২০ দিনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০: ৫৪
ডেঙ্গুতে এক মাসে মৃত্যুর রেকর্ড ছাড়াল ২০ দিনে

ডেঙ্গুতে এক মাসে মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে ২০ দিনে। চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়, যা চলতি বছর এক মাসে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আজ রোববার (২০ অক্টোবর) পর্যন্ত এই সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।  

সরকারের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯৮ জন। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৮৮০ জন। চলতি অক্টোবর মাসের প্রথম ২০ দিনেই মারা গেছে ৮৪ জন। আর গত সেপ্টেম্বর মাসে মারা যায় ৮০ জন। 

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জানুয়ারিতে মারা যান ১৪ জন, ফেব্রুয়ারিতে ৩, মার্চে ৫, এপ্রিলে ২, মে মাসে ১২, জুনে ৮, জুলাইতে ১২, আগস্টে ২৭, সেপ্টেম্বরে ৮০ জন এবং অক্টোবরের প্রথম ২০ দিনে ৮৪ জন মারা যায়। হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৩ হাজার ৯৪০ জন। গত ২৪ ঘণ্টা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২১২ জন। 

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বেশি আক্রান্ত হন পুরুষেরা। কিন্তু মারা গেছেন বেশি নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী বলে জানা গেছে। আর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৭ শতাংশ পুরুষ এবং ৫৩ শতাংশ নারী। 

সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ২৫ বছরের যুবকেরা। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২১ থেকে ২৫ বছরের ৭ হাজার ৭৮৮ জন যুবক আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮২, ঢাকা উত্তর সিটিতে ২৪২, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৬ এবং খুলনা বিভাগে ১৪৬ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮, রংপুরে ৩৬ ও সিলেটে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত