Ajker Patrika

নির্বাচন সামনে রেখে ১৫২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৯: ৫০
নির্বাচন সামনে রেখে ১৫২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ১৪০ জন পুলিশ সুপার পদে কর্মরতদের সুপার নিউমারারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ১২ জন পুলিশ সুপারকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশের ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি, কুষ্টিয়া পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, খুলনা নৌপুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে ১৪০ জন পুলিশ সুপারকে সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে সেসব কর্মকর্তা মিশন, শিক্ষা ছুটি, পেষণ বা লিয়েনে কর্মরত আছেন। তাদের মূল কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা পাবেন না।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদগুলোতে কর্মরতরা পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ তৈরির তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্তরা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত