নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ১৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলালের বিরুদ্ধে মামলায় বলা হয়, তাঁর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার সম্পদ পাওয়া যায়। এ ছাড়া তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতটি ব্যাংক হিসাবে ৫৩ কোটি ৫৪ লাখ টাকার বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে শেখ হেলালের সহায়তায় তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে আরেক মামলায় অভিযোগ করা হয়। এই মামলায় স্বামী ও স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের নামে ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক। এ মামলায় স্বামী ও স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে।
দুদক কর্মকর্তা আক্তার হোসেন জানান, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার কারণে সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকীকেও আসামি করা হয়েছে।
অপরদিকে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ছেলে সুপ্রিম ভট্টাচার্য্যের বিরুদ্ধে ৬৩ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা আরেকটি মামলা করেছে দুদক।
এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪–এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ১৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলালের বিরুদ্ধে মামলায় বলা হয়, তাঁর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার সম্পদ পাওয়া যায়। এ ছাড়া তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতটি ব্যাংক হিসাবে ৫৩ কোটি ৫৪ লাখ টাকার বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে শেখ হেলালের সহায়তায় তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে আরেক মামলায় অভিযোগ করা হয়। এই মামলায় স্বামী ও স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের নামে ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক। এ মামলায় স্বামী ও স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে।
দুদক কর্মকর্তা আক্তার হোসেন জানান, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার কারণে সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকীকেও আসামি করা হয়েছে।
অপরদিকে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ছেলে সুপ্রিম ভট্টাচার্য্যের বিরুদ্ধে ৬৩ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা আরেকটি মামলা করেছে দুদক।
এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪–এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৩৫ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে