Ajker Patrika

র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই নেই: নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৪: ২৪
র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই নেই: নতুন ডিজি

র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন এলিট ফোর্সটির নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন। আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন ডিজি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো কারণ দেখি না। এমন কোনো কাজ র‍্যাব করেনি, যার জন্য সংস্কার করতে হবে। আমরা আমাদের বিধিবিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। তাই সংস্কারের তো প্রশ্নই ওঠে না।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আপনার ওপর কতটুকু প্রভাব ফেলবে—এমন প্রশ্নে খুরশীদ বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়েছে, সরকারিভাবে তাদের প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এটা বড় চ্যালেঞ্জ না। এটা সত্য, যারা কাজ করে তাদের ত্রুটি-বিচ্যুতি হতেই পারে। দেখতে হবে সেটা আমি ব্যক্তিস্বার্থে করেছি, নাকি দেশের সাধারণ মানুষের স্বার্থে করেছি। বিষয়গুলো আমরা অবশ্যই সরকারিভাবে মোকাবিলা করব।’

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব বিষয় বাংলাদেশের কাছে চেয়েছে, সে বিষয়ে জবাব দেওয়ার পরে তারা নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি বলেও জানান নতুন ডিজি। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক দমনে কাজ করে যাবে বাহিনীটি।

গত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ জবাবদিহি ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান হাস।

ধানমন্ডিতে র‍্যাবের সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কেরা উপস্থিত ছিলেন। পরে র‍্যাবের মহাপরিচালক বনানী কবরস্থান ও রাজারবাগ পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত