Ajker Patrika

বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৪: ২২
বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

বাংলাদেশ বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে গত ২৬ জুন বেবিচক চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে মোস্তফা মাহমুদ সিদ্দিক বাংলাদেশ বিমান বাহিনীর জিডি (পি) শাখায় কর্মরত আছেন। তিনি বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি ও এসিএসসি কোর্স সম্পন্ন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ নিয়োগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, বেবিচক, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা ও সংশ্লিষ্ট অফিসগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকারি গেজেটে প্রকাশ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্যদিকে মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলামকে এক বছরের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নজরুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

‘মালয়েশিয়ায় গ্রেপ্তার যুবকেরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাত’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত