নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের অ্যাভিয়েশন খাতে দ্রুত প্রবৃদ্ধি বেড়েছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, ‘গত ৫০ বছরে দেশের পর্যটন খাত ও অ্যাভিয়েশন সেক্টরে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে অ্যাভিয়েশন খাত আন্তর্জাতিক মানে উন্নতি লাভ করেছে।’
আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের অপেক্ষাগারে অনুষ্ঠিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন। সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘দেশের বিদ্যমান তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি কক্সবাজার ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হচ্ছে। বাড়ছে দেশের আকাশ পথের পরিধি। সারা দেশের বিমান পরিবহন, অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন করা হচ্ছে। যাত্রী সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। দেশের অ্যাভিয়েশন খাতে দ্রুত প্রবৃদ্ধি বাড়ছে। বর্তমানে তিনটি দেশীয় এয়ারলাইনসের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি নতুন এয়ারলাইনস। দেশের পর্যটন শিল্পের আয়তন বেড়েছে। পর্যটনের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।’
সেমিনারের মুখ্য আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের বড় অগ্রগতি ৫০ বছরে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। বড় বড় প্রকল্প তারই ধারাবাহিকতা। অনেক কিছুই এখন দৃশ্যমান। দেশের অ্যাভিয়েশন খাতও অনেক সমৃদ্ধ হয়েছে। যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ২২ গুণ। ১৯৮০ সালে দেশের অ্যাভিয়েশন খাতের যাত্রী ছিল মাত্র ৬ লাখ। বর্তমানে যাত্রী সংখ্যা প্রায় এক কোটি ৩৬ লাখ। বাংলাদেশ এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম বৃহত্তর অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। উন্নয়ন ধারা গতিশীল থাকলে বাংলাদেশ অচিরেই বিশ্বের বুকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেবিচকের সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া প্রমুখ।
দেশের অ্যাভিয়েশন খাতে দ্রুত প্রবৃদ্ধি বেড়েছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, ‘গত ৫০ বছরে দেশের পর্যটন খাত ও অ্যাভিয়েশন সেক্টরে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে অ্যাভিয়েশন খাত আন্তর্জাতিক মানে উন্নতি লাভ করেছে।’
আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের অপেক্ষাগারে অনুষ্ঠিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন। সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘দেশের বিদ্যমান তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি কক্সবাজার ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হচ্ছে। বাড়ছে দেশের আকাশ পথের পরিধি। সারা দেশের বিমান পরিবহন, অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন করা হচ্ছে। যাত্রী সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। দেশের অ্যাভিয়েশন খাতে দ্রুত প্রবৃদ্ধি বাড়ছে। বর্তমানে তিনটি দেশীয় এয়ারলাইনসের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি নতুন এয়ারলাইনস। দেশের পর্যটন শিল্পের আয়তন বেড়েছে। পর্যটনের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।’
সেমিনারের মুখ্য আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের বড় অগ্রগতি ৫০ বছরে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। বড় বড় প্রকল্প তারই ধারাবাহিকতা। অনেক কিছুই এখন দৃশ্যমান। দেশের অ্যাভিয়েশন খাতও অনেক সমৃদ্ধ হয়েছে। যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ২২ গুণ। ১৯৮০ সালে দেশের অ্যাভিয়েশন খাতের যাত্রী ছিল মাত্র ৬ লাখ। বর্তমানে যাত্রী সংখ্যা প্রায় এক কোটি ৩৬ লাখ। বাংলাদেশ এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম বৃহত্তর অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। উন্নয়ন ধারা গতিশীল থাকলে বাংলাদেশ অচিরেই বিশ্বের বুকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেবিচকের সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া প্রমুখ।
প্রতিবেদনে বাংলাদেশের আয় বণ্টনে স্থায়ী বৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। দেশের সবচেয়ে দরিদ্র ৪০ শতাংশ জনগোষ্ঠীর হাতে জাতীয় আয়ের মাত্র ২০ দশমিক ৪ শতাংশ রয়েছে। অন্যদিকে, ধনী ১০ শতাংশের দখলে রয়েছে ২৭ দশমিক ৪ শতাংশ আয়। এর মধ্যে শীর্ষ ১ শতাংশের অধিকারেই রয়েছে মোট আয়ের ১৬ দশমিক ২ শতাংশ।
৩১ মিনিট আগেরাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারে ‘প্রায় ৩ ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র দুজন। ছাত্র প্রতিনিধিদেরও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে। আমরা দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে
১ ঘণ্টা আগেতথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত বছরের ডিসেম্বরের পর থেকে রাজনৈতিক দলগুলো আর অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা করছে না। কিন্তু তারা ঠিকই প্রশাসন, বিচার বিভাগ ও পুলিশে ‘স্টেইক’ (অংশীদারত্ব) নিয়ে বসে আছে। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ‘কৈফিয়ত কিংবা বাস্তবতা’
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ইমিগ্রেশনের ডিআইজি মোয়াজ্জেম হোসেন তাঁর বিদেশযাত্রার বিষয়টি নিশ্চিত করেন।
৪ ঘণ্টা আগে