নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ছয় জেলার ১৬১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আগামীকাল সোমবার। এই ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন এরই মধ্যে সার্বিক ব্যবস্থা নিয়েছে। একসঙ্গে ২৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন নিয়ে উৎকণ্ঠাও কম নেই। সব জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী আছেন। তবে এই ভোটে সবচেয়ে বেশি অস্বস্তিতে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একেকটি ইউপিতে মনোনীত প্রার্থীর বাইরেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলের একাধিক বিদ্রোহী। ফলে নির্বাচনকে ঘিরে সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে। যে কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা চেয়েছেন বেশ কিছু প্রার্থী।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরে ১৭ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন। এ নিয়ে উপজেলার ১৪ ইউনিয়নে ব্যাপক আলোচনা। নির্বাচনের দুই দিন আগে বিদ্রোহী ১৭ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে মোরেলগঞ্জ উপজেলার সব বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের জন্য উপজেলা নেতৃবৃন্দকে বলেছেন। বিদ্রোহীদের বহিষ্কারের চিঠিও দেওয়া হয়েছে।
বাগেরহাটের আরেক উপজেলা শরণখোলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রার্থীরা। সেখানে প্রার্থীদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মহিম আকন। প্রকাশ্যে ভোটদান, ভোটকেন্দ্রে না আসার হুমকি ও নেতা-কর্মীসহ পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তিনি অতিরিক্ত র্যাব মোতায়েনের আহ্বান জানান।
বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা ও তালা উপজেলায়। জানা যায়, শুধু তালা উপজেলার ১১ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মী। জেলার নেতারা বলছেন, বিদ্রোহীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ায় সাতটি ইউনিয়নে লড়াই করছেন ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। যা নিয়ে দলীয় উদ্বেগ থেকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
বিদ্রোহীদের নিয়ে আওয়ামী লীগ অস্বস্তিতে রয়েছে কক্সবাজার চকরিয়া ও মহেশখালী পৌরসভা এবং জেলার ১৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন নিয়ে। নানাভাবে সতর্ক করার পাশাপাশি ১১ প্রার্থীসহ ১৫ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তাতেও বিদ্রোহীদের নির্বাচন থেকে সরাতে যায়নি। চকরিয়া পৌরসভায় স্থানীয় সাংসদ জাফর আলমের ভাতিজা জিয়াবুল হক বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিয়াবুল হক গত পৌরসভায় কাউন্সিলর ছিলেন।
দেশের ছয় জেলার ১৬১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আগামীকাল সোমবার। এই ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন এরই মধ্যে সার্বিক ব্যবস্থা নিয়েছে। একসঙ্গে ২৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন নিয়ে উৎকণ্ঠাও কম নেই। সব জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী আছেন। তবে এই ভোটে সবচেয়ে বেশি অস্বস্তিতে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একেকটি ইউপিতে মনোনীত প্রার্থীর বাইরেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলের একাধিক বিদ্রোহী। ফলে নির্বাচনকে ঘিরে সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে। যে কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা চেয়েছেন বেশ কিছু প্রার্থী।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরে ১৭ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন। এ নিয়ে উপজেলার ১৪ ইউনিয়নে ব্যাপক আলোচনা। নির্বাচনের দুই দিন আগে বিদ্রোহী ১৭ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে মোরেলগঞ্জ উপজেলার সব বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের জন্য উপজেলা নেতৃবৃন্দকে বলেছেন। বিদ্রোহীদের বহিষ্কারের চিঠিও দেওয়া হয়েছে।
বাগেরহাটের আরেক উপজেলা শরণখোলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রার্থীরা। সেখানে প্রার্থীদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মহিম আকন। প্রকাশ্যে ভোটদান, ভোটকেন্দ্রে না আসার হুমকি ও নেতা-কর্মীসহ পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তিনি অতিরিক্ত র্যাব মোতায়েনের আহ্বান জানান।
বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা ও তালা উপজেলায়। জানা যায়, শুধু তালা উপজেলার ১১ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মী। জেলার নেতারা বলছেন, বিদ্রোহীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ায় সাতটি ইউনিয়নে লড়াই করছেন ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। যা নিয়ে দলীয় উদ্বেগ থেকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
বিদ্রোহীদের নিয়ে আওয়ামী লীগ অস্বস্তিতে রয়েছে কক্সবাজার চকরিয়া ও মহেশখালী পৌরসভা এবং জেলার ১৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন নিয়ে। নানাভাবে সতর্ক করার পাশাপাশি ১১ প্রার্থীসহ ১৫ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তাতেও বিদ্রোহীদের নির্বাচন থেকে সরাতে যায়নি। চকরিয়া পৌরসভায় স্থানীয় সাংসদ জাফর আলমের ভাতিজা জিয়াবুল হক বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিয়াবুল হক গত পৌরসভায় কাউন্সিলর ছিলেন।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
৩০ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৩ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে