Ajker Patrika

প্রাথমিকের ডিজির অপসারণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৩৮
প্রাথমিকের ডিজির অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। 

আজ বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 

বিক্ষুব্ধরা বলেন, প্রাথমিক শিক্ষা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা না থাকা এই কর্মকর্তা বর্তমানে প্রাথমিক শিক্ষা বিভাগের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এ কারণে তাঁকে প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ হতে অপসারণ করা উচিত। 

বিক্ষোভ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. আব্দুর রজ্জাক সিদ্দিকী। তিনি বলেন, ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ মাঠপর্যায়ে সব দপ্তরে (বিদ্যালয় বাদে) মহাপরিচালকের অপসারণের দাবিতে ব্যানার টানানো, এক ঘণ্টা কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্যে দেন পরিচালক নাসিমা বেগম, উপপরিচালক আলেয়া ফেরদৌসি শিখা, আব্দুল আলীম, নুরুল ইসলাম, সহকারী পরিচালক এনামুল হক, সহকারী সুপারিনটেনডেন্ট মো. আব্দুস সেলিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম তকিবুল ইসলাম, র্কমচারী সমিতির পক্ষ হতে মো. আব্দুল হালিম, খায়ের আহমদ মজুমদার ও আব্দুল মতিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত