কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব। বাংলাদেশ আনতেও চায়। তবে দূরত্বসহ নানান কারণে জীবন্ত গরু আমদানির প্রক্রিয়াটি জটিল। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের গরুর মাংসের বাংলাদেশে বিপুল সম্ভাবনা আছে। দূরত্বসহ নানা জটিলতা সামাল দেওয়া গেলে ব্রাজিল থেকে এখানে জীবন্ত গরু আনা সম্ভব।
চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরের সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঈদুল আজহা সামনে রেখে দেশটি থেকে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বলেন, ভারতসহ বিভিন্ন দেশ ব্রাজিল থেকে প্রচুর জৈবজ্বালানি ইথানল কেনে। ইথানল সস্তা। বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে বিকল্প হিসেবে বাংলাদেশ ইথানল কিনতে পারে।
ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা আছে, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশের পোশাকের বড় বাজার হতে পারে।
ঢাকায় ব্রাজিলের একটি ভিসা সেন্টারের ব্যবস্থা করার চেষ্টা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভিসার আবেদন বাড়ছে। কিন্তু দূতাবাসে পর্যাপ্ত লোকবল নেই। ভিসা সেন্টারের ব্যবস্থা করা গেলে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা যাবে।
রাষ্ট্রদূত বলেন, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যাওয়ার কথা রয়েছে। তখন দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব। বাংলাদেশ আনতেও চায়। তবে দূরত্বসহ নানান কারণে জীবন্ত গরু আমদানির প্রক্রিয়াটি জটিল। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের গরুর মাংসের বাংলাদেশে বিপুল সম্ভাবনা আছে। দূরত্বসহ নানা জটিলতা সামাল দেওয়া গেলে ব্রাজিল থেকে এখানে জীবন্ত গরু আনা সম্ভব।
চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরের সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঈদুল আজহা সামনে রেখে দেশটি থেকে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বলেন, ভারতসহ বিভিন্ন দেশ ব্রাজিল থেকে প্রচুর জৈবজ্বালানি ইথানল কেনে। ইথানল সস্তা। বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে বিকল্প হিসেবে বাংলাদেশ ইথানল কিনতে পারে।
ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা আছে, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশের পোশাকের বড় বাজার হতে পারে।
ঢাকায় ব্রাজিলের একটি ভিসা সেন্টারের ব্যবস্থা করার চেষ্টা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভিসার আবেদন বাড়ছে। কিন্তু দূতাবাসে পর্যাপ্ত লোকবল নেই। ভিসা সেন্টারের ব্যবস্থা করা গেলে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা যাবে।
রাষ্ট্রদূত বলেন, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যাওয়ার কথা রয়েছে। তখন দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
৩ ঘণ্টা আগেইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তাঁর স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদ
৪ ঘণ্টা আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৪ ঘণ্টা আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
৫ ঘণ্টা আগে