কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব। বাংলাদেশ আনতেও চায়। তবে দূরত্বসহ নানান কারণে জীবন্ত গরু আমদানির প্রক্রিয়াটি জটিল। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের গরুর মাংসের বাংলাদেশে বিপুল সম্ভাবনা আছে। দূরত্বসহ নানা জটিলতা সামাল দেওয়া গেলে ব্রাজিল থেকে এখানে জীবন্ত গরু আনা সম্ভব।
চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরের সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঈদুল আজহা সামনে রেখে দেশটি থেকে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বলেন, ভারতসহ বিভিন্ন দেশ ব্রাজিল থেকে প্রচুর জৈবজ্বালানি ইথানল কেনে। ইথানল সস্তা। বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে বিকল্প হিসেবে বাংলাদেশ ইথানল কিনতে পারে।
ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা আছে, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশের পোশাকের বড় বাজার হতে পারে।
ঢাকায় ব্রাজিলের একটি ভিসা সেন্টারের ব্যবস্থা করার চেষ্টা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভিসার আবেদন বাড়ছে। কিন্তু দূতাবাসে পর্যাপ্ত লোকবল নেই। ভিসা সেন্টারের ব্যবস্থা করা গেলে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা যাবে।
রাষ্ট্রদূত বলেন, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যাওয়ার কথা রয়েছে। তখন দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব। বাংলাদেশ আনতেও চায়। তবে দূরত্বসহ নানান কারণে জীবন্ত গরু আমদানির প্রক্রিয়াটি জটিল। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের গরুর মাংসের বাংলাদেশে বিপুল সম্ভাবনা আছে। দূরত্বসহ নানা জটিলতা সামাল দেওয়া গেলে ব্রাজিল থেকে এখানে জীবন্ত গরু আনা সম্ভব।
চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরের সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঈদুল আজহা সামনে রেখে দেশটি থেকে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বলেন, ভারতসহ বিভিন্ন দেশ ব্রাজিল থেকে প্রচুর জৈবজ্বালানি ইথানল কেনে। ইথানল সস্তা। বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে বিকল্প হিসেবে বাংলাদেশ ইথানল কিনতে পারে।
ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা আছে, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশের পোশাকের বড় বাজার হতে পারে।
ঢাকায় ব্রাজিলের একটি ভিসা সেন্টারের ব্যবস্থা করার চেষ্টা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভিসার আবেদন বাড়ছে। কিন্তু দূতাবাসে পর্যাপ্ত লোকবল নেই। ভিসা সেন্টারের ব্যবস্থা করা গেলে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা যাবে।
রাষ্ট্রদূত বলেন, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যাওয়ার কথা রয়েছে। তখন দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
১ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
২ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
২ ঘণ্টা আগে