নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও খুলনা প্রতিনিধি
সর্বোচ্চ দরের চেয়ে পৌনে ১১ লাখ টাকা কম সংশোধিত দরে একটি লঞ্চ বিক্রি করার অভিযোগে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত ইমরান, সাবেক জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ মতিউর রহমানসহ পাঁচজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র গতকাল রোববার সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি করেন। দুদকের খুলনার উপপরিচালক আব্দুল ওয়াদুদ মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেন।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এমভি সৃজনী নামের লঞ্চ বিক্রির ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলার অন্য তিন আসামি হলেন খুলনা শিপইয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (প্রশাসন) এ এম রানা, সাবেক ক্যাপ্টেন ও জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা ও লঞ্চটির ক্রেতা মেসার্স এস বি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সাইদুজ্জামান সাইদ।
মতিউর রহমান ওই লঞ্চ বিক্রির দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন। তিনি বর্তমানে চট্টগ্রাম নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট (কমোডর)।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিয়মবহির্ভূতভাবে প্রতারণা, কারচুপি ও পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের এমভি সৃজনী লঞ্চটি সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি না করে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন। দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, দরপত্রে লঞ্চটি কিনতে সর্বোচ্চ ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকা দর দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস বি কনস্ট্রাকশন। কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটি ক্ষমতার অপব্যবহার করে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে লঞ্চটি বিক্রি করেনি এবং জামানত বাজেয়াপ্ত করেনি। নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার দরপত্র আহ্বান না করে মেসার্স এসবি কনস্ট্রাকশনকে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় লঞ্চটি বিক্রি করে বাকি ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও খবর পড়ুন:
সর্বোচ্চ দরের চেয়ে পৌনে ১১ লাখ টাকা কম সংশোধিত দরে একটি লঞ্চ বিক্রি করার অভিযোগে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত ইমরান, সাবেক জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ মতিউর রহমানসহ পাঁচজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র গতকাল রোববার সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি করেন। দুদকের খুলনার উপপরিচালক আব্দুল ওয়াদুদ মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেন।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এমভি সৃজনী নামের লঞ্চ বিক্রির ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলার অন্য তিন আসামি হলেন খুলনা শিপইয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (প্রশাসন) এ এম রানা, সাবেক ক্যাপ্টেন ও জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা ও লঞ্চটির ক্রেতা মেসার্স এস বি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সাইদুজ্জামান সাইদ।
মতিউর রহমান ওই লঞ্চ বিক্রির দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন। তিনি বর্তমানে চট্টগ্রাম নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট (কমোডর)।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিয়মবহির্ভূতভাবে প্রতারণা, কারচুপি ও পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের এমভি সৃজনী লঞ্চটি সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি না করে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন। দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, দরপত্রে লঞ্চটি কিনতে সর্বোচ্চ ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকা দর দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস বি কনস্ট্রাকশন। কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটি ক্ষমতার অপব্যবহার করে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে লঞ্চটি বিক্রি করেনি এবং জামানত বাজেয়াপ্ত করেনি। নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার দরপত্র আহ্বান না করে মেসার্স এসবি কনস্ট্রাকশনকে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় লঞ্চটি বিক্রি করে বাকি ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও খবর পড়ুন:
ফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
২ ঘণ্টা আগেনিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
৩ ঘণ্টা আগেগাজীপুরের বেলাই বিলে ভরাট কার্যক্রমের ওপর ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আরএস জরিপ অনুযায়ী...
৩ ঘণ্টা আগেগত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
৪ ঘণ্টা আগে