নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার। এটি একটি মিরাকল। ফকির মিসকিন হয়ে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি। বিশ্বের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে থাকার জন্যই আমরা স্বাধীন হয়েছি।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের নবীনবরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাথাপিছু আয়ে এখন আমরা অনেক দেশকে পেছনে ফেলেছি। আমাদের জিডিপি এখন বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতুর কাজ শেষ হলে এটা আরও কমপক্ষে এক শতাংশ বৃদ্ধি পাবে। উন্নত দেশ গড়ার জন্য সবার ভূমিকা রাখতে হবে। ২০৪১ সালের আগেই দেশ উন্নত হবে বলে আশা রাখি।
নবীন প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মৌলিক দায়িত্বগুলো আপনাদের পালন করতে হবে। রাস্তা ও ব্রিজ নির্মাণে কাল ক্ষেপণ করা যাবে না। আপনারা পারেন দেশকে সমৃদ্ধশালী করতে। পদোন্নতির জন্য কাজ করবেন না। নিজের দায়িত্ব পালন করবেন পদোন্নতি এমনিতেই হবে। সবার প্রতি সম্মান রেখে কাজ করতে হবে। ভুলত্রুটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সহ্য করা হবে। অতিরিক্ত হলে শাস্তি হবে।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান বলেন, মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে এলজিইডিতে। আপনাদের মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। আপনাদের সহযোগিতায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ঢাকা: বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার। এটি একটি মিরাকল। ফকির মিসকিন হয়ে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি। বিশ্বের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে থাকার জন্যই আমরা স্বাধীন হয়েছি।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের নবীনবরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাথাপিছু আয়ে এখন আমরা অনেক দেশকে পেছনে ফেলেছি। আমাদের জিডিপি এখন বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতুর কাজ শেষ হলে এটা আরও কমপক্ষে এক শতাংশ বৃদ্ধি পাবে। উন্নত দেশ গড়ার জন্য সবার ভূমিকা রাখতে হবে। ২০৪১ সালের আগেই দেশ উন্নত হবে বলে আশা রাখি।
নবীন প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মৌলিক দায়িত্বগুলো আপনাদের পালন করতে হবে। রাস্তা ও ব্রিজ নির্মাণে কাল ক্ষেপণ করা যাবে না। আপনারা পারেন দেশকে সমৃদ্ধশালী করতে। পদোন্নতির জন্য কাজ করবেন না। নিজের দায়িত্ব পালন করবেন পদোন্নতি এমনিতেই হবে। সবার প্রতি সম্মান রেখে কাজ করতে হবে। ভুলত্রুটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সহ্য করা হবে। অতিরিক্ত হলে শাস্তি হবে।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান বলেন, মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে এলজিইডিতে। আপনাদের মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। আপনাদের সহযোগিতায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৫ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
৭ ঘণ্টা আগে