কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নেপালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে আজ মঙ্গলবার (৮ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে দুজন সেবা প্রত্যাশীর নিকট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নাসরিন জাহান তাঁর বক্তব্যে বাংলাদেশের জেলা সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সরকার বিদেশে সকল মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম-সংক্রান্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পাসপোর্ট সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে মানবপাচারসহ এ-সংক্রান্ত নানা ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে।
মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই পাসপোর্ট বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিনির্ভর একটি পাসপোর্ট। তিনি ই-পাসপোর্টের বিভিন্ন বৈশিষ্ট্যের বিষয়ে সকলকে অবগত করেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ই-পাসপোর্ট সেবা প্রদান প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন এবং পাসপোর্ট ইস্যু ও নবায়ন-সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজতর ও নিরাপদ হবে। তিনি নেপালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি ২০২০ সালে ই-পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধনের পর বাংলাদেশের সকল জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হলেও করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মিশনগুলোতে এই সেবা চালু করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস ১৩ তম বাংলাদেশ মিশন হিসেবে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো। এই সেবা পর্যায়ক্রমে পৃথিবীর ৬০টি দেশের ৮০টি মিশনে সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
নেপালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে আজ মঙ্গলবার (৮ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে দুজন সেবা প্রত্যাশীর নিকট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নাসরিন জাহান তাঁর বক্তব্যে বাংলাদেশের জেলা সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সরকার বিদেশে সকল মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম-সংক্রান্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পাসপোর্ট সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে মানবপাচারসহ এ-সংক্রান্ত নানা ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে।
মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই পাসপোর্ট বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিনির্ভর একটি পাসপোর্ট। তিনি ই-পাসপোর্টের বিভিন্ন বৈশিষ্ট্যের বিষয়ে সকলকে অবগত করেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ই-পাসপোর্ট সেবা প্রদান প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন এবং পাসপোর্ট ইস্যু ও নবায়ন-সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজতর ও নিরাপদ হবে। তিনি নেপালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি ২০২০ সালে ই-পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধনের পর বাংলাদেশের সকল জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হলেও করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মিশনগুলোতে এই সেবা চালু করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস ১৩ তম বাংলাদেশ মিশন হিসেবে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো। এই সেবা পর্যায়ক্রমে পৃথিবীর ৬০টি দেশের ৮০টি মিশনে সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে