বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পরিপূর্ণরূপে অনুসৃত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে কানাডা। পাশাপাশি দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময় ঘটে যাওয়া ভয়ভীতি-সহিংসতার নিন্দা জানায়। আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানাই।’
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি অনুসরণ করা হয়নি উল্লেখ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ যে গণতান্ত্রিক ও স্বাধীনতার মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তা এই নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি অনুসৃত না হওয়ায় কানাডা হতাশা ব্যক্ত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে কানাডা। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ কানাডা এবং বাংলাদেশের জনগণের আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার যে আকাঙ্ক্ষা তা পূরণে কানাডা সব সময়ই বাংলাদেশের জনগণের পাশে থাকবে।’
বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পরিপূর্ণরূপে অনুসৃত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে কানাডা। পাশাপাশি দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময় ঘটে যাওয়া ভয়ভীতি-সহিংসতার নিন্দা জানায়। আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানাই।’
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি অনুসরণ করা হয়নি উল্লেখ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ যে গণতান্ত্রিক ও স্বাধীনতার মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তা এই নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি অনুসৃত না হওয়ায় কানাডা হতাশা ব্যক্ত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে কানাডা। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ কানাডা এবং বাংলাদেশের জনগণের আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার যে আকাঙ্ক্ষা তা পূরণে কানাডা সব সময়ই বাংলাদেশের জনগণের পাশে থাকবে।’
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
৩৭ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৩ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে