নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রভাবশালী ব্যক্তিদের চাপ উপেক্ষা করে বুড়িগঙ্গা নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রশংসা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। জাপার সাংসদেরা সাহসিকতার সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর জমি সরকারের দখলে নিয়ে আসার জন্য এ ধন্যবাদ জানান।
সোমবার জাতীয় সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করলে বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এমন কথা বলেন। আলোচনা শেষে বিলটি সংসদে পাসের প্রস্তাব করা হয়। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
বুড়িগঙ্গা নদীর তীরভূমি উদ্ধারে নৌ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বুড়িগঙ্গা নদীর দখলদারদের মধ্যে সরকারি দলের অনেকেই ছিল। তিনি তাদের সমস্ত কিছু উপেক্ষা করে অনেক স্থায়ী স্থাপনা ভেঙে সরকারের আয়ত্বে এনেছেন। সেই জন্য ওনাকে ধন্যবাদ জানানো প্রয়োজন। আমরা শুধু সমালোচনা না, ভালো কাজের জন্য ধন্যবাদও দিয়ে থাকি।’
পীর ফজলুর রহমান বলেন, নৌ প্রতিমন্ত্রী বুড়িগঙ্গার দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে অন্তত সাহসের পরিচয় দিয়েছেন এবং সততার সঙ্গে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।
সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন আরা মান্নান বলেন, বুড়িগঙ্গা দখলমুক্ত করা হয়েছে। কিন্তু এটা আবার দখল হয়ে যেতে পারে। এত কষ্ট করে দখলমুক্ত করা হয়েছে, এটা যেন আর দখল না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। একসময় বুড়িগঙ্গায় নৌবিহার হতো, এটা যদি এই সরকারের সময় আবার চালু হয় তাহলে ভালো হবে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গত ১৩ বছরে ২৬টি ঈদ হয়েছে। আমরা যারা সড়ক ও বিমানে বাড়ি গিয়েছি কয়েক গুণ বেশি ভাড়া দিয়েছি এবং যানজটে পড়েছি। বিকল্প সমাধান অধিকসংখ্যক বিমানবন্দর ও নৌচ্যানেল তৈরি করা। বর্তমান নৌ প্রতিমন্ত্রী অনেকগুলো নৌ চ্যানেল বের করেছেন, উদ্ভাবনী শক্তি দেখাচ্ছেন। তবে এটা আরও অনেক গুণ প্রয়োজন।
২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা নদীবন্দর এলাকার অধীনে ২১০ দশমিক ৫৭ একর ও নারায়ণগঞ্জ নদীবন্দর এলাকার অধীনে ৯০ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।
প্রভাবশালী ব্যক্তিদের চাপ উপেক্ষা করে বুড়িগঙ্গা নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রশংসা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। জাপার সাংসদেরা সাহসিকতার সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর জমি সরকারের দখলে নিয়ে আসার জন্য এ ধন্যবাদ জানান।
সোমবার জাতীয় সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করলে বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এমন কথা বলেন। আলোচনা শেষে বিলটি সংসদে পাসের প্রস্তাব করা হয়। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
বুড়িগঙ্গা নদীর তীরভূমি উদ্ধারে নৌ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বুড়িগঙ্গা নদীর দখলদারদের মধ্যে সরকারি দলের অনেকেই ছিল। তিনি তাদের সমস্ত কিছু উপেক্ষা করে অনেক স্থায়ী স্থাপনা ভেঙে সরকারের আয়ত্বে এনেছেন। সেই জন্য ওনাকে ধন্যবাদ জানানো প্রয়োজন। আমরা শুধু সমালোচনা না, ভালো কাজের জন্য ধন্যবাদও দিয়ে থাকি।’
পীর ফজলুর রহমান বলেন, নৌ প্রতিমন্ত্রী বুড়িগঙ্গার দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে অন্তত সাহসের পরিচয় দিয়েছেন এবং সততার সঙ্গে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।
সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন আরা মান্নান বলেন, বুড়িগঙ্গা দখলমুক্ত করা হয়েছে। কিন্তু এটা আবার দখল হয়ে যেতে পারে। এত কষ্ট করে দখলমুক্ত করা হয়েছে, এটা যেন আর দখল না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। একসময় বুড়িগঙ্গায় নৌবিহার হতো, এটা যদি এই সরকারের সময় আবার চালু হয় তাহলে ভালো হবে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গত ১৩ বছরে ২৬টি ঈদ হয়েছে। আমরা যারা সড়ক ও বিমানে বাড়ি গিয়েছি কয়েক গুণ বেশি ভাড়া দিয়েছি এবং যানজটে পড়েছি। বিকল্প সমাধান অধিকসংখ্যক বিমানবন্দর ও নৌচ্যানেল তৈরি করা। বর্তমান নৌ প্রতিমন্ত্রী অনেকগুলো নৌ চ্যানেল বের করেছেন, উদ্ভাবনী শক্তি দেখাচ্ছেন। তবে এটা আরও অনেক গুণ প্রয়োজন।
২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা নদীবন্দর এলাকার অধীনে ২১০ দশমিক ৫৭ একর ও নারায়ণগঞ্জ নদীবন্দর এলাকার অধীনে ৯০ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৭ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৭ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৮ ঘণ্টা আগে