জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে জুলাই আন্দোলনে জড়িত হলে শান্তিরক্ষা মিশনে তাঁদের অংশগ্রহণের সক্ষমতা হারানোর বিষয়ে সতর্ক করা হয়েছিল।
বিবিসির ‘হার্ডটক’ পডকাস্টে ৫ মার্চ প্রচারিত এক সাক্ষাৎকারে ফলকার তুর্ক এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করেছি যে যদি তারা জড়িত হয়, তাহলে তারা আর সৈন্য সরবরাহকারী দেশ থাকতে না-ও পারে। ফলস্বরূপ, আমরা পরিবর্তন দেখেছি। পরে মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী প্রশাসনের নতুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।’
হার্ডটকের উপস্থাপক স্টিফেন স্যাকারের এক প্রশ্নের জবাবে ফলকার তুর্ক বলেন, ‘জুলাই-আগস্ট মাসে, আপনি জানেন যে ছাত্রদের বিশাল বিক্ষোভ হয়েছিল। তারা শেখ হাসিনার অধীন সরকারে বিরক্ত ছিল। সেখানে ব্যাপক দমন-পীড়ন চলছিল। তাদের আকাঙ্ক্ষা, আসলে আমাদেরই কণ্ঠস্বর ছিল, ছিল আমার কণ্ঠস্বর, যা আমরা করতে সক্ষম হয়েছিলাম এবং আমরা পরিস্থিতির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিলাম।’
ফলকার তুর্ক উল্লেখ করেন, ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর, তিনি বাংলাদেশে একটি তথ্য-উদ্ধার মিশন পাঠানোর জন্য তাঁকে অনুরোধ করেন, যাতে পরিস্থিতির ওপর আলোকপাত করা যায় এবং কী ঘটছে, তা তদন্ত করা যায়। তিনি আরও বলেন, ‘এটি আসলে সহায়তা করেছে। আমি গত বছর বাংলাদেশে ছিলাম, ছাত্ররা আমাদের অবস্থানের জন্য, কথা বলার জন্য এবং তাদের সমর্থন করার জন্য আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিল।’
গত বুধবার (৫ মার্চ) ফলকার তুর্ক জেনেভায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভ চলাকালীন মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান সদস্যরাষ্ট্র ও নাগরিক সমাজর সঙ্গে সংলাপের সময় বলেন, যার লক্ষ্য বাংলাদেশে জবাবদিহি, ন্যায়বিচার এবং মানবাধিকার সংস্কারকে প্রচার করা।
তিনি বলেন, ‘মূল অনুসন্ধানগুলো হলো, আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে এবং এটি ১২ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে রয়েছে। আমরা বিশ্বাস করি, সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং সাবেক শাসক দলের সহযোগীরা সংগঠিত ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন করেছে।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশ নেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে জুলাই আন্দোলনে জড়িত হলে শান্তিরক্ষা মিশনে তাঁদের অংশগ্রহণের সক্ষমতা হারানোর বিষয়ে সতর্ক করা হয়েছিল।
বিবিসির ‘হার্ডটক’ পডকাস্টে ৫ মার্চ প্রচারিত এক সাক্ষাৎকারে ফলকার তুর্ক এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করেছি যে যদি তারা জড়িত হয়, তাহলে তারা আর সৈন্য সরবরাহকারী দেশ থাকতে না-ও পারে। ফলস্বরূপ, আমরা পরিবর্তন দেখেছি। পরে মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী প্রশাসনের নতুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।’
হার্ডটকের উপস্থাপক স্টিফেন স্যাকারের এক প্রশ্নের জবাবে ফলকার তুর্ক বলেন, ‘জুলাই-আগস্ট মাসে, আপনি জানেন যে ছাত্রদের বিশাল বিক্ষোভ হয়েছিল। তারা শেখ হাসিনার অধীন সরকারে বিরক্ত ছিল। সেখানে ব্যাপক দমন-পীড়ন চলছিল। তাদের আকাঙ্ক্ষা, আসলে আমাদেরই কণ্ঠস্বর ছিল, ছিল আমার কণ্ঠস্বর, যা আমরা করতে সক্ষম হয়েছিলাম এবং আমরা পরিস্থিতির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিলাম।’
ফলকার তুর্ক উল্লেখ করেন, ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর, তিনি বাংলাদেশে একটি তথ্য-উদ্ধার মিশন পাঠানোর জন্য তাঁকে অনুরোধ করেন, যাতে পরিস্থিতির ওপর আলোকপাত করা যায় এবং কী ঘটছে, তা তদন্ত করা যায়। তিনি আরও বলেন, ‘এটি আসলে সহায়তা করেছে। আমি গত বছর বাংলাদেশে ছিলাম, ছাত্ররা আমাদের অবস্থানের জন্য, কথা বলার জন্য এবং তাদের সমর্থন করার জন্য আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিল।’
গত বুধবার (৫ মার্চ) ফলকার তুর্ক জেনেভায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভ চলাকালীন মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান সদস্যরাষ্ট্র ও নাগরিক সমাজর সঙ্গে সংলাপের সময় বলেন, যার লক্ষ্য বাংলাদেশে জবাবদিহি, ন্যায়বিচার এবং মানবাধিকার সংস্কারকে প্রচার করা।
তিনি বলেন, ‘মূল অনুসন্ধানগুলো হলো, আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে এবং এটি ১২ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে রয়েছে। আমরা বিশ্বাস করি, সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং সাবেক শাসক দলের সহযোগীরা সংগঠিত ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন করেছে।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশ নেন।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
৫ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
৫ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
৫ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৮ ঘণ্টা আগে