Ajker Patrika

বাংলাদেশিদের জন্য ৫ দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২০: ২১
বাংলাদেশিদের জন্য ৫ দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা

বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

কিছু অসাধু ব্যক্তি এবং স্ক্যাম প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন মাধ্যম যেমন ভুয়া ওয়েবসাইট, ই–মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে কম্পিউটার অপারেটর, টাইপিস্ট এবং কলসেন্টার অপারেটরের মতো পদে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দিচ্ছে। তবে, এ ধরনের প্রস্তাবের পেছনে প্রতারণার ফাঁদ রয়েছে।

এসব স্ক্যাম সেন্টারগুলো বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুকৌশলে জিম্মি করে তাদের প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করছে। ব্যাংককের বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে মিয়ানমার ও কম্বোডিয়ায় অবস্থিত স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত এবং পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সরকার ও এনজিওগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিদেশে চাকরির প্রস্তাব পেলে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভ্রমণেচ্ছুদের এসব দেশের চাকরির প্রস্তাব গ্রহণের আগে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

স্ক্যাম সেন্টারগুলো ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিসহ অন্য দেশের নাগরিকদের আর্থিকভাবে প্রতারণা করছে। এসব ক্ষেত্রে প্রতারকেরা অর্থ আত্মসাৎ করার পর তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

সাইবার স্ক্যাম ও প্রতারণা থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণের আগে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত