নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘আমাদের অবশ্যই ২০২৪ সালের জুলাই ও আগস্টের কথা বলতে হবে। যে মাসগুলো আমাদের জাতির বিবেককে জাগ্রত করেছিল। যখন অনাচার দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যখন বিচার বিভাগসহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দখল করা হয় কেবল একটি গোষ্ঠীর সেবা করার জন্য, যখন নিপীড়িতদের আর্তনাদ আদালতের রায়ের চেয়েও জোরে প্রতিধ্বনিত হয়; তখন জনগণ রাস্তায় নেমে আসে। ঢাকার প্রতিটি চত্বরে, শাহবাগ ও শহীদ মিনারের প্রাণকেন্দ্রে তরুণ কণ্ঠ একক, দৃঢ় চিৎকারে বলে উঠেছিল—আমরা ন্যায়বিচার চাই। এটি কোনো স্লোগান ছিল না। এটি আদালত কক্ষে নয়, জনসাধারণের চত্বরে ঘোষিত একটি রায় ছিল।’
আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন প্রধান বিচারপতি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডহ্যাম কলেজ থেকে আজীবন সম্মানসূচক ফেলোশিপ পাওয়ায় বারের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন। এতে সভাপতিত্ব করেন বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন।
প্রধান বিচারপতি বলেন, ‘নৈতিক স্বচ্ছতার ওই অভ্যুত্থান এমন একটি শাসনব্যবস্থার পতনের দিকে পরিচালিত করেছিল, যারা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল এবং ন্যায়বিচারের সঙ্গে আপস করেছিল। ইতিহাসে প্রথমবারের মতো বিচার বিভাগকেও রেহাই দেওয়া হয়নি। বিচারিক বৈধতার ভিত্তিগুলোই প্রশ্নবিদ্ধ হয়েছিল। যাদের কাজ জনগণের সেবা করা। আমার নিয়োগ কোনো আনুষ্ঠানিক পদোন্নতি হিসেবে নয়, বরং একটি গৌরবময় মতামত হিসেবে। আমাকে দুর্ঘটনাক্রমে নির্বাচিত করা হয়নি বা মর্যাদার জন্য নিযুক্ত করা হয়নি। আমাকে এমন একটি জনগণের নৈতিক শক্তি দ্বারা ডাকা হয়েছিল, যারা বিচার বিভাগকে সাহস, সত্য ও জবাবদিহির সঙ্গে পুনর্গঠিত করার দাবি জানিয়েছিল।’
সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘এই সম্মান কেবল একজন বিচারকের নয়, বরং এমন একটি জাতির জন্য, যারা স্বৈরাচারের পরিবর্তে ন্যায়বিচার, প্রতারণার পরিবর্তে সত্য ও নীরবতার পরিবর্তে সংস্কারকে বেছে নিয়েছে।’
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘আমাদের অবশ্যই ২০২৪ সালের জুলাই ও আগস্টের কথা বলতে হবে। যে মাসগুলো আমাদের জাতির বিবেককে জাগ্রত করেছিল। যখন অনাচার দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যখন বিচার বিভাগসহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দখল করা হয় কেবল একটি গোষ্ঠীর সেবা করার জন্য, যখন নিপীড়িতদের আর্তনাদ আদালতের রায়ের চেয়েও জোরে প্রতিধ্বনিত হয়; তখন জনগণ রাস্তায় নেমে আসে। ঢাকার প্রতিটি চত্বরে, শাহবাগ ও শহীদ মিনারের প্রাণকেন্দ্রে তরুণ কণ্ঠ একক, দৃঢ় চিৎকারে বলে উঠেছিল—আমরা ন্যায়বিচার চাই। এটি কোনো স্লোগান ছিল না। এটি আদালত কক্ষে নয়, জনসাধারণের চত্বরে ঘোষিত একটি রায় ছিল।’
আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন প্রধান বিচারপতি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডহ্যাম কলেজ থেকে আজীবন সম্মানসূচক ফেলোশিপ পাওয়ায় বারের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন। এতে সভাপতিত্ব করেন বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন।
প্রধান বিচারপতি বলেন, ‘নৈতিক স্বচ্ছতার ওই অভ্যুত্থান এমন একটি শাসনব্যবস্থার পতনের দিকে পরিচালিত করেছিল, যারা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল এবং ন্যায়বিচারের সঙ্গে আপস করেছিল। ইতিহাসে প্রথমবারের মতো বিচার বিভাগকেও রেহাই দেওয়া হয়নি। বিচারিক বৈধতার ভিত্তিগুলোই প্রশ্নবিদ্ধ হয়েছিল। যাদের কাজ জনগণের সেবা করা। আমার নিয়োগ কোনো আনুষ্ঠানিক পদোন্নতি হিসেবে নয়, বরং একটি গৌরবময় মতামত হিসেবে। আমাকে দুর্ঘটনাক্রমে নির্বাচিত করা হয়নি বা মর্যাদার জন্য নিযুক্ত করা হয়নি। আমাকে এমন একটি জনগণের নৈতিক শক্তি দ্বারা ডাকা হয়েছিল, যারা বিচার বিভাগকে সাহস, সত্য ও জবাবদিহির সঙ্গে পুনর্গঠিত করার দাবি জানিয়েছিল।’
সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘এই সম্মান কেবল একজন বিচারকের নয়, বরং এমন একটি জাতির জন্য, যারা স্বৈরাচারের পরিবর্তে ন্যায়বিচার, প্রতারণার পরিবর্তে সত্য ও নীরবতার পরিবর্তে সংস্কারকে বেছে নিয়েছে।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় গতকাল সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক...
২ ঘণ্টা আগেসব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এসব মিছিলের ঘটনায় করা মামলার অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে দেওয়ার পরিকল্পনা চলছে; যাতে গ্রেপ্তার ব্যক্তিরা দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার সংগঠিত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারেন
৮ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
১০ ঘণ্টা আগে