অনলাইন ডেস্ক
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতের দেওয়া বিবৃতিকে ‘অনধিকার চর্চা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। আমরা তাদের যৌক্তিক দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ভারতের এমন অনধিকার চর্চা সামগ্রিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই বিষয়ে তাঁদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাই।’
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময় দাসের গ্রেপ্তার এবং তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিন্ময় দাসকে আটক করার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর চরমপন্থী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। এছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মন্দিরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ভারতের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। কিন্তু একজন ধর্মীয় নেতা যখন এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তখন তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিজেদের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতের দেওয়া বিবৃতিকে ‘অনধিকার চর্চা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। আমরা তাদের যৌক্তিক দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ভারতের এমন অনধিকার চর্চা সামগ্রিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই বিষয়ে তাঁদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাই।’
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময় দাসের গ্রেপ্তার এবং তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিন্ময় দাসকে আটক করার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর চরমপন্থী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। এছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মন্দিরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ভারতের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। কিন্তু একজন ধর্মীয় নেতা যখন এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তখন তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিজেদের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
৪ ঘণ্টা আগেইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তাঁর স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদ
৪ ঘণ্টা আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৫ ঘণ্টা আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
৬ ঘণ্টা আগে