Ajker Patrika

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১
ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে সরকারপ্রধান এই নির্দেশ দেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। 

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওমিক্রন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। কেয়ারফুল থাকতে বলা হয়েছে। ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান আমাদের যে দুজন শনাক্ত হয়েছে, তারা ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ডের একটি সুবিধা আছে। তাদের সঙ্গে সোনারগাঁও হোটেলের অ্যাগ্রিমেন্ট আছে; একটা ফ্লোরের একটি অংশ বায়োবাবল হিসেবে রেখে দিয়েছে। যেসব ক্রিকেটার বাইরে থেকে আসে, তারা বিমানবন্দর থেকে সরাসরি বায়োবাবলে ঢুকে যায়। সেখানে তাদের পরীক্ষা করা হয়। যে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের সংস্পর্শে কেউ আসেনি।’ 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ওমিক্রন চিকিৎসার প্রটোকল দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। সেখানে তারা বলেছে, এটা খুব তাড়াতাড়ি ছড়ায়।’ 

ওমিক্রন নিয়ে বিশেষ দৃষ্টি রাখতে বলা হয়েছে জানিয়ে আনোয়ারুল বলেন, বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের পরামর্শ দিচ্ছেন। আমাদের দেশেও কীভাবে বুস্টার ডোজ দেওয়া যায়, সেই চিন্তাভাবনা চলছে। কারিগরি কমিটি ও স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ নিয়ে কাজ করার নির্দেশনা আগেই দিয়েছেন।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত