Ajker Patrika

সারা দেশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার

ঘূর্ণিঝড় ‘অশনি’ লঘুচাপে পরিণত হয়েছে। সমুদ্রবন্দর থেকে গত বৃহস্পতিবারই উঠিয়ে নেওয়া হয়েছে হুঁশিয়ারি সংকেত। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সারা দেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ২০১ মিলিমিটার। শুক্রবার ঢাকায় বৃষ্টি হয়েছে এক মিলিমিটার। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সৈয়দপুরে সর্বনিম্ন ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত আবার বাড়তে পারে।’ 

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত