Ajker Patrika

দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় অ্যাপ, আনসারের হাতে দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০১
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে এ বছর দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় অ্যাপ তৈরি করছে সরকার। প্রতিটা মন্দিরে একজন আনসার সদস্যের কাছে থাকবে এই অ্যাপের দায়িত্ব।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রতিটি মণ্ডপে আনসার সদস্যরা থাকবেন। তাঁদের কাছে স্মার্টফোনে আইডি, পাসওয়ার্ডসহ অ্যাপটির অ্যাকসেস দেওয়া থাকবে। তাঁরা সংশ্লিষ্ট পূজামণ্ডপের ছবি কিংবা যেকোনো তথ্য আপলোড করে প্রশাসনের কাছে পৌঁছাতে পারবেন। সেখান থেকে ওই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই দেখে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।

বৈঠকে উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির একজন সদস্য বলেন, অ্যাপটি শুধু আনসার সদস্যদের কাছেই থাকবে; তবে সেখানে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্ত করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি রাজি হয়নি।

বৈঠক উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির আরেক সদস্য বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ৯৯৯, ১১১ ও ১০২ জাতীয় পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেকোনো নাশকতার তথ্য এই জাতীয় পরিষেবার মাধ্যমে পৌঁছানো সম্ভব হবে বলে জানান ওই সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেপালে জেন-জিদের পার্লামেন্ট দখল, রক্তক্ষয়ী সংঘর্ষ

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

ভারতে শেখ হাসিনার পরিণতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত সংস্থাকে যা বলেছেন বদরুদ্দীন উমর

প্রাথমিকে ছুটি কমিয়ে আনা হবে: গণশিক্ষা উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশের সুপারিশ করবে কমিশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত