নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের সড়কের অবস্থা ভালো। এমনকি গাজীপুরেও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তাই এবার ঈদ স্বস্তিতেই কাটবে বলে আশা করছি। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
টার্মিনালের বাইরে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে—দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মালিকপক্ষ আশা করি বিষয়টি দেখবে। সামনে যাতে এটি না হয়, সেই ব্যবস্থা নেবে।’
সকালে বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অনেকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জের যাত্রী সোহেল মিয়া (৩৪) বলেন, ‘ভাড়া যেখানে সর্বোচ্চ ৩০০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৪০০-৫০০ করে। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।’
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ যখন আসছে, বুঝে নিতে হবে সত্য। এটি মিথ্যা হওয়ার সুযোগ নেই।’ কীভাবে এটি রোধ করা যায়, মালিকদের সেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে টার্মিনাল ঘুরে দেখা যায়, দুই দিন আগেও যেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল, সেখানে অনেকটাই ফাঁকা। নির্ধারিত সময়েই ছাড়ছে গাড়ি।
সিলেট-মৌলভীবাজার রুটে নিয়মিত চলা এনা পরিবহনের সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২টি বাস মহাখালী থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।
এনা পরিবহনের টিকিট মাস্টার মো. রাসেল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গতবারের তুলনায় এবার সড়কের অবস্থা ভালো। তাই সময়মতো গাড়ি যাচ্ছে, আবার আসছে। যাত্রীরাও এতে খুশি।’
তবে কিছুটা ভিন্ন চিত্র বগুড়া-নওগাঁ রুটের পরিবহনগুলোর। নির্দিষ্ট সময়ে ছাড়লেও গন্তব্যে পোঁছাতে কিছুটা সময় লাগছে। তার পরও আগের তুলনায় অবস্থা ভালো বলে জানান এই রুটে চলা একতা পরিবহনের টিকিট মাস্টার মো. আব্দুল্লাহ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের সড়কের অবস্থা ভালো। এমনকি গাজীপুরেও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তাই এবার ঈদ স্বস্তিতেই কাটবে বলে আশা করছি। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
টার্মিনালের বাইরে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে—দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মালিকপক্ষ আশা করি বিষয়টি দেখবে। সামনে যাতে এটি না হয়, সেই ব্যবস্থা নেবে।’
সকালে বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অনেকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জের যাত্রী সোহেল মিয়া (৩৪) বলেন, ‘ভাড়া যেখানে সর্বোচ্চ ৩০০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৪০০-৫০০ করে। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।’
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ যখন আসছে, বুঝে নিতে হবে সত্য। এটি মিথ্যা হওয়ার সুযোগ নেই।’ কীভাবে এটি রোধ করা যায়, মালিকদের সেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে টার্মিনাল ঘুরে দেখা যায়, দুই দিন আগেও যেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল, সেখানে অনেকটাই ফাঁকা। নির্ধারিত সময়েই ছাড়ছে গাড়ি।
সিলেট-মৌলভীবাজার রুটে নিয়মিত চলা এনা পরিবহনের সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২টি বাস মহাখালী থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।
এনা পরিবহনের টিকিট মাস্টার মো. রাসেল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গতবারের তুলনায় এবার সড়কের অবস্থা ভালো। তাই সময়মতো গাড়ি যাচ্ছে, আবার আসছে। যাত্রীরাও এতে খুশি।’
তবে কিছুটা ভিন্ন চিত্র বগুড়া-নওগাঁ রুটের পরিবহনগুলোর। নির্দিষ্ট সময়ে ছাড়লেও গন্তব্যে পোঁছাতে কিছুটা সময় লাগছে। তার পরও আগের তুলনায় অবস্থা ভালো বলে জানান এই রুটে চলা একতা পরিবহনের টিকিট মাস্টার মো. আব্দুল্লাহ।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাসহ অন্যান্য ভিসা সেবা স্থগিত করে ভারত। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার চীনে যাতে সহজে চিকিৎসা নেওয়া যায় তা নিশ্চিত করতে বেইজিংয়ের সঙ্গে চুক্তি করে। চুক্তির পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবার
৯ মিনিট আগে২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। যাতে দলটির ২৪ নেতা–কর্মী নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন।
৩ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব কেবলমাত্র শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, যারা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের...
৪ ঘণ্টা আগেবুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন; শুধু এই অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু কোনো বিবেকসম্পন্ন ব্যক্তির, এমন নির্মম নির্যাতন ও অমানবিকভাবে কাউকে হত্যা করার যুক্তি হতে...
১২ ঘণ্টা আগে