Ajker Patrika

প্রধানমন্ত্রীকে নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ, ইন্ডিয়া টুডে এনইর ক্ষমা প্রার্থনা

বাসস, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১১: ৩৩
প্রধানমন্ত্রীকে নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ, ইন্ডিয়া টুডে এনইর ক্ষমা প্রার্থনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ করায় ক্ষমা প্রার্থনা করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রকাশিত এই সংবাদমাধ্যম একটি প্রতিবেদনে দাবি করে, ঢাকায় সহিংস সংঘর্ষের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে। বাস্তবে তা ঘটেইনি। 

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইন্ডিয়া টুডে এনইয়ের এই প্রতিবেদনের প্রতিবাদ করার পরে সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে লিখেছে, ‘ইন্ডিয়া টুডে এনই এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং এটি আমাদের প্রতিবেশী দেশে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করছে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘একটি মর্যাদাপূর্ণ সংবাদ প্রকাশনা হিসেবে আমরা তথ্যনির্ভর ও নৈতিক উভয় সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ 

ভারতে বাংলাদেশ হাইকমিশন গত ২১ জুলাই ইন্ডিয়া টুডে এনইতে প্রকাশিত একটি প্রতিবেদনের যথার্থতাকে নাকচ করে। ওই প্রতিবেদনের শিরোনাম ছিল—‘সহিংস সংঘর্ষের কারণে ভারতীয় শিক্ষার্থীরা ঢাকা ছাড়ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে।’ সংবাদটি ইন্ডিয়া টুডে এনইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমেও শেয়ার করা হয়। 

হাইকমিশন বলেছে, যেকোনো দেশের এমন সংকটময় মুহূর্তে গুজবের ওপর ভিত্তি করে এ ধরনের ভুল তথ্য ও প্রতিবেদন জনগণকে বিভ্রান্ত করতে পারে, এমনকি সংকটে ইন্ধন জোগাতে এবং পরিস্থিতি আরও বিশৃঙ্খল করে তুলতে পারে। এ ছাড়া সংবেদনশীলতা অনুধাবন না করে এ ধরনের প্রতিবেদন কেবল জনগণ ও সমাজকে ব্যাপক নেতিবাচকভাবে প্রভাবিতই করে না, বরং যেকোনো সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত