Ajker Patrika

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২২, ১২: ০২
পদ্মা সেতুর বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার দাবি সংসদে

পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার জন্য জাতীয় সংসদে দাবি তুলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফরিদপুরের ভাঙায় যে জাদুঘর হবে সেখানে সেতুর বিরোধিতাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করারও প্রস্তাব করেন তিনি। 

আজ রোববার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমপি শম্ভু এ দাবি করেন। 

ভাঙ্গায় জাদুঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রসঙ্গ টেনে শম্ভু বলেন, ‘পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে ভাঙ্গায় জাদুঘর হবে। আমার প্রস্তাব থাকবে, কারা কারা এ পদ্মাসেতুর বিরোধিতা করেছেন, কী আকারে, প্রকারে বিরোধিতা করেছেন তা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে।’ 

সর্বশেষ একনেক সভায় প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় একটি জাদুঘর নির্মাণের নির্দেশ দেন। তিনি বলেন, ওই জাদুঘরে পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম রাখা হবে। প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুটির নির্মাণ শ্রমিক, সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ছবি তুলবেন—এই ছবিও জাদুঘরটিতে স্থান পাবে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এমপি শম্ভু বলেন, ‘কোনো নতুন রাস্তা তৈরির দরকার নেই। বিদ্যমান যে রাস্তাগুলো আছে তা মেরামত করে চলার উপযোগী করাতে হবে।’ 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ বেডের হাসপাতাল দিয়েছেন। সেখানে ভবন নির্মাণ শেষ হয়েছে কিন্তু ডাক্তার নেই, নার্স নেই। ১০০ বেডের হাসপাতালের খাদ্যে আড়াইশ বেডের হাসপাতাল চলে। বরগুনায় মডেল মসজিদ নির্মাণের কাজ এগোচ্ছে না বলেও অভিযোগ করেন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত