প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক আসেন ইন্দোনেশিয়ার বালিতে। এখানকার সাগর সৈকত, মন্দির, প্রাকৃতিক সৌন্দর্যময় বিভিন্ন জায়গা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান টানে তাঁদের। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পর্যটন এলাকাটিতে ভ্রমণে এলে বিদেশি পর্যটকদের এখন থেকে ১৫ হাজার রুপি বা ৯.৬০ ডলার কর দিতে হবে। আর এটি কার্যকর হয়েছে আজকের এই ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে থেকেই।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে দ্বীপটির পরিবেশ ও সংস্কৃতি রক্ষার জন্যই এই উদ্যোগ। বালি অসাধারণ সৈকত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে অতি পরিচিত এক জায়গা। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যেই দ্বীপটি ভ্রমণে এসেছেন ৪৮ লাখ পর্যটক।
গত বছর প্রথম ঘোষণা করা পর্যটন কর আজ বুধবার অর্থাৎ ভালোবাসা দিবস বা ভ্যালেনটাইন’স ডে থেকে কার্যকর হয়েছে।
এটি বিদেশ থেকে বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ইন্দোনেশিয়ার পর্যটকদের এটি দিতে হবে না। লাভ বালি ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের বালিতে আসার আগেই কর পরিশোধে উৎসাহ দেওয়া হয়েছে।
করোনা মহামারির আগে বালির বার্ষিক জিডিপির ৬০ শতাংশই আসত পর্যটন থেকে।
প্রদেশের পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে ২০২৩ সালের নভেম্বরে বালিতে সবচেয়ে বেশি পর্যটক আসে অস্ট্রেলিয়া থেকে। সংখ্যাটি এক লাখের বেশি। তারপরের স্থানগুলি যথাক্রমে ভারত, চীন এবং সিঙ্গাপুরের।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের কর্মকাণ্ড স্থানীয়দের বিরক্তি উৎপাদন করেছে।
গত মার্চে একজন রাশিয়ান ব্যক্তিকে বালি থেকে বিতাড়িত করা হয়েছিল। কারণ হিন্দুরা দেবতাদের বাড়ি বলে বিশ্বাস করা মাউন্ট আগেংয়ে তিনি শরীরের পোশাক খুলে ফেলেন।
একই মাসে, কর্তৃপক্ষ বলেছিল যে তারা বিদেশি পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। কারণ কিছু পর্যটকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে।
২০২১ সালে অন্য একটি পবিত্র স্থান মাউন্ট বাতুরে রাশিয়ান দম্পতির এক যৌন মিলনের তিন মিনিটের ভিডিও ছড়িয়ে পড়লে শোরগোল ওঠে।
প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক আসেন ইন্দোনেশিয়ার বালিতে। এখানকার সাগর সৈকত, মন্দির, প্রাকৃতিক সৌন্দর্যময় বিভিন্ন জায়গা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান টানে তাঁদের। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পর্যটন এলাকাটিতে ভ্রমণে এলে বিদেশি পর্যটকদের এখন থেকে ১৫ হাজার রুপি বা ৯.৬০ ডলার কর দিতে হবে। আর এটি কার্যকর হয়েছে আজকের এই ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে থেকেই।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে দ্বীপটির পরিবেশ ও সংস্কৃতি রক্ষার জন্যই এই উদ্যোগ। বালি অসাধারণ সৈকত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে অতি পরিচিত এক জায়গা। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যেই দ্বীপটি ভ্রমণে এসেছেন ৪৮ লাখ পর্যটক।
গত বছর প্রথম ঘোষণা করা পর্যটন কর আজ বুধবার অর্থাৎ ভালোবাসা দিবস বা ভ্যালেনটাইন’স ডে থেকে কার্যকর হয়েছে।
এটি বিদেশ থেকে বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ইন্দোনেশিয়ার পর্যটকদের এটি দিতে হবে না। লাভ বালি ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের বালিতে আসার আগেই কর পরিশোধে উৎসাহ দেওয়া হয়েছে।
করোনা মহামারির আগে বালির বার্ষিক জিডিপির ৬০ শতাংশই আসত পর্যটন থেকে।
প্রদেশের পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে ২০২৩ সালের নভেম্বরে বালিতে সবচেয়ে বেশি পর্যটক আসে অস্ট্রেলিয়া থেকে। সংখ্যাটি এক লাখের বেশি। তারপরের স্থানগুলি যথাক্রমে ভারত, চীন এবং সিঙ্গাপুরের।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের কর্মকাণ্ড স্থানীয়দের বিরক্তি উৎপাদন করেছে।
গত মার্চে একজন রাশিয়ান ব্যক্তিকে বালি থেকে বিতাড়িত করা হয়েছিল। কারণ হিন্দুরা দেবতাদের বাড়ি বলে বিশ্বাস করা মাউন্ট আগেংয়ে তিনি শরীরের পোশাক খুলে ফেলেন।
একই মাসে, কর্তৃপক্ষ বলেছিল যে তারা বিদেশি পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। কারণ কিছু পর্যটকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে।
২০২১ সালে অন্য একটি পবিত্র স্থান মাউন্ট বাতুরে রাশিয়ান দম্পতির এক যৌন মিলনের তিন মিনিটের ভিডিও ছড়িয়ে পড়লে শোরগোল ওঠে।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
৪ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
৬ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
৭ ঘণ্টা আগে