বাসু দাশ, বান্দরবান
প্রকৃতির অপার সৌন্দর্যের তীর্থভূমি বান্দরবান। জেলার সাত উপজেলায় অসংখ্য পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়ে হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। তবে, বিশেষ করে নিরাপত্তার কারণে অনেক পর্যটন স্পটে ভ্রমণের ওপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা।
গত বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। এখন রোয়াংছড়ি ছাড়া সব উপজেলার জন্য গত ১৪ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিভিন্ন পর্যটন স্পটের জন্য এখনো বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
যেখানে যেতে নেই মানা
যাতায়াত
দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে বা বাসে চট্টগ্রাম হয়ে বান্দরবান যেতে হয়। দেশের অনেক জায়গা থেকে সরাসরি বান্দরবান যাওয়া যায়। ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত সরাসরি বাসে যাতায়াত করা যায়। এসি ও নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৮০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। বাস ছাড়ে ঢাকার ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান ও কমলাপুর রেলস্টেশনের বিপরীত দিকের কাউন্টার থেকে।
চট্টগ্রাম থেকে বান্দরবান
বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী ও পূর্বাণী পরিবহনে যাতায়াত করা যায় বান্দরবান। এসি ও নন-এসি গাড়ির ভাড়া জনপ্রতি ১৮০ থেকে ২৫০ টাকা। ৩০ মিনিট পরপর গাড়ি পাওয়া যায়।
কোথায় থাকবেন
হোটেল ডি মোর, হোটেল ফোর স্টার, হোটেল হিলটন, হলিডে ইন, হোটেল হিলভিউ, নীলাদ্রি, হোটেল সাঙ্গু, হোটেল থ্রি স্টার, হোটেল প্লাজা, হোটেল গ্রিন হিল, হোটেল হিল বার্ড, হোটেল নাইট হ্যাভেন, গ্রিনপিক রিসোর্ট, হোটেল প্লাজা, ভেনাস রিসোর্ট, হোটেল হিল কুইন, বন নিবাস, গ্রিনল্যান্ড, সাইরু হিল রিসোর্ট, হোটেল রয়েল ছাড়াও অনেক হোটেল ও রিসোর্ট আছে বান্দরবানে। ভাড়া ৪০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
প্রকৃতির অপার সৌন্দর্যের তীর্থভূমি বান্দরবান। জেলার সাত উপজেলায় অসংখ্য পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়ে হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। তবে, বিশেষ করে নিরাপত্তার কারণে অনেক পর্যটন স্পটে ভ্রমণের ওপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা।
গত বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। এখন রোয়াংছড়ি ছাড়া সব উপজেলার জন্য গত ১৪ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিভিন্ন পর্যটন স্পটের জন্য এখনো বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
যেখানে যেতে নেই মানা
যাতায়াত
দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে বা বাসে চট্টগ্রাম হয়ে বান্দরবান যেতে হয়। দেশের অনেক জায়গা থেকে সরাসরি বান্দরবান যাওয়া যায়। ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত সরাসরি বাসে যাতায়াত করা যায়। এসি ও নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৮০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। বাস ছাড়ে ঢাকার ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান ও কমলাপুর রেলস্টেশনের বিপরীত দিকের কাউন্টার থেকে।
চট্টগ্রাম থেকে বান্দরবান
বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী ও পূর্বাণী পরিবহনে যাতায়াত করা যায় বান্দরবান। এসি ও নন-এসি গাড়ির ভাড়া জনপ্রতি ১৮০ থেকে ২৫০ টাকা। ৩০ মিনিট পরপর গাড়ি পাওয়া যায়।
কোথায় থাকবেন
হোটেল ডি মোর, হোটেল ফোর স্টার, হোটেল হিলটন, হলিডে ইন, হোটেল হিলভিউ, নীলাদ্রি, হোটেল সাঙ্গু, হোটেল থ্রি স্টার, হোটেল প্লাজা, হোটেল গ্রিন হিল, হোটেল হিল বার্ড, হোটেল নাইট হ্যাভেন, গ্রিনপিক রিসোর্ট, হোটেল প্লাজা, ভেনাস রিসোর্ট, হোটেল হিল কুইন, বন নিবাস, গ্রিনল্যান্ড, সাইরু হিল রিসোর্ট, হোটেল রয়েল ছাড়াও অনেক হোটেল ও রিসোর্ট আছে বান্দরবানে। ভাড়া ৪০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
হিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান। রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
৪ ঘণ্টা আগেচীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
৭ ঘণ্টা আগেসিদ্ধান্ত গ্রহণ কোনো জাদুবিদ্যা নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন, তত বেশি শিখবেন। ভুল করলেও পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি সিদ্ধান্তের দাস নন, বরং সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে! সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও অনুশীলনের মাধ্যমে বাড়ে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন।
৮ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবশেষে তাদের নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে এই ‘এন্ট্রি–এক্সিট সিস্টেম’, যা হাতে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করবে।
১২ ঘণ্টা আগে