ফিচার ডেস্ক
ভ্রমণের আনন্দ বেশির ভাগ সময় একান্ত ব্যক্তিগত। কিন্তু সেই আনন্দ ছড়িয়ে দেওয়া যায়। কোনো নির্দিষ্ট এলাকা থেকে ভ্রমণ শেষে ফেরার পথে প্রিয়জনদের জন্য আনতে পারেন উপহার। খেয়াল রাখবেন, যে এলাকায় ভ্রমণ করেছেন, উপহারগুলো যেন সেই এলাকার হয়। তাতে নিজের ভ্রমণের স্মৃতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি যাকে উপহার দিচ্ছেন, ভবিষ্যতে তাঁরও সেই এলাকায় যাওয়ার ইচ্ছা হবে।
স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য
কোনো এলাকায় ঘুরতে গেলে স্থানীয়ভাবে তৈরি পণ্য সংগ্রহ করুন। সেগুলোতে স্থানীয় মানুষের স্পর্শ থাকে। হতে পারে সেগুলো স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক, খাবার, মিষ্টি, চকলেট, মসলা, বাদ্যযন্ত্র, ছোট ছোট গয়না বা শোপিস। এগুলো পরিবার ও বন্ধুদের জন্য চমৎকার উপহার হতে পারে।
স্থানীয় লেখকদের বই
কোথাও যদি ঘুরতে যান, তাহলে স্থানীয় বইয়ের দোকানগুলোতে স্থানীয় লেখকদের বই খোঁজ করুন। সেসব বইয়ে স্থানীয় অনেক তথ্য থাকে। যাকে উপহার দেবেন, ভবিষ্যতে ভ্রমণের জন্য এসব তথ্য তাঁর কাজে লাগবে। এ ছাড়া সেটি রেসিপির বই হলে মাঝেমধ্যে সেই জায়গার স্মৃতি জাগিয়ে নিতে পারবেন রান্না করে।
খুঁজুন সুগন্ধি পণ্য
সুগন্ধি মানুষের জীবনের অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। পারফিউম, খাবারসহ সব ধরনের গন্ধ ভ্রমণের স্মৃতির অংশ। তাই ভ্রমণ থেকে ফেরার সময় চা, মসলা বা হার্বস, স্থানীয় সুগন্ধি মোমবাতি, তেল ইত্যাদি নিয়ে আসতে পারেন।
সূত্র: মিডল্যান্ড ট্রাভেলার্স
ভ্রমণের আনন্দ বেশির ভাগ সময় একান্ত ব্যক্তিগত। কিন্তু সেই আনন্দ ছড়িয়ে দেওয়া যায়। কোনো নির্দিষ্ট এলাকা থেকে ভ্রমণ শেষে ফেরার পথে প্রিয়জনদের জন্য আনতে পারেন উপহার। খেয়াল রাখবেন, যে এলাকায় ভ্রমণ করেছেন, উপহারগুলো যেন সেই এলাকার হয়। তাতে নিজের ভ্রমণের স্মৃতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি যাকে উপহার দিচ্ছেন, ভবিষ্যতে তাঁরও সেই এলাকায় যাওয়ার ইচ্ছা হবে।
স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য
কোনো এলাকায় ঘুরতে গেলে স্থানীয়ভাবে তৈরি পণ্য সংগ্রহ করুন। সেগুলোতে স্থানীয় মানুষের স্পর্শ থাকে। হতে পারে সেগুলো স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক, খাবার, মিষ্টি, চকলেট, মসলা, বাদ্যযন্ত্র, ছোট ছোট গয়না বা শোপিস। এগুলো পরিবার ও বন্ধুদের জন্য চমৎকার উপহার হতে পারে।
স্থানীয় লেখকদের বই
কোথাও যদি ঘুরতে যান, তাহলে স্থানীয় বইয়ের দোকানগুলোতে স্থানীয় লেখকদের বই খোঁজ করুন। সেসব বইয়ে স্থানীয় অনেক তথ্য থাকে। যাকে উপহার দেবেন, ভবিষ্যতে ভ্রমণের জন্য এসব তথ্য তাঁর কাজে লাগবে। এ ছাড়া সেটি রেসিপির বই হলে মাঝেমধ্যে সেই জায়গার স্মৃতি জাগিয়ে নিতে পারবেন রান্না করে।
খুঁজুন সুগন্ধি পণ্য
সুগন্ধি মানুষের জীবনের অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। পারফিউম, খাবারসহ সব ধরনের গন্ধ ভ্রমণের স্মৃতির অংশ। তাই ভ্রমণ থেকে ফেরার সময় চা, মসলা বা হার্বস, স্থানীয় সুগন্ধি মোমবাতি, তেল ইত্যাদি নিয়ে আসতে পারেন।
সূত্র: মিডল্যান্ড ট্রাভেলার্স
বিশ্বজুড়ে ঘুম নিয়ে সংকট তৈরি হচ্ছে। কোটি কোটি মানুষ দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতিতে ভুগছে, যার পেছনে রয়েছে মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং অনিয়মিত রুটিন। তবে আশার কথা হলো, কিছু দেশ এখন ঘুমের গুরুত্ব উপলব্ধি করছে।
১০ ঘণ্টা আগেপ্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ সুযোগ এনেছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ‘ডিজিটাল নমেড ভিসা’র আওতায় আপনি দেশটিতে এক বছর বসবাস এবং অনলাইনে কাজ করার বৈধ সুযোগ পাবেন। ভিসাটির আবেদন মূল্য মাত্র ১০০ মার্কিন ডলার বা ১২ হাজার ১০০ টাকা (প্রায়)।
১৫ ঘণ্টা আগেতীব্র গরমে নাজেহাল হয়ে কাঁচির ঘ্যাচাং শব্দে পিঠ অব্দি নেমে যাওয়া ঢেউখেলানো চুল কেটে ছোট করে নিলেন। এবার কাঁধ অব্দি চুল নিয়ে তো মহা বিপদ। ছেড়ে রাখলে বাতাসে উড়ে এলোমেলো হয়, আবার বেঁধে রাখলেও যেন কেমন দেখায়। এ কথা সত্য, এমন চুল গুছিয়ে রাখার মতো সুস্থ রাখাও একটু জটিল।
১৮ ঘণ্টা আগেপ্রথমে চুলায় দুধ ফুটিয়ে নিন। এরপর আঁচ বন্ধ করে ১ মিনিট পর এক কাপের ৩ ভাগের ১ ভাগ পানিতে ভিনিগার গুলে তা একটু একটু করে দিয়ে ছানা কেটে নিন। এবার একটি পরিষ্কার কাপড়ে ছানা তুলে পানি ছেঁকে নিন। ছানা ঠান্ডা পানিতে ধুয়ে চিপে চিপে জল নিংড়ে নিতে হবে।
২০ ঘণ্টা আগে