যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।
যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।
‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
৮ ঘণ্টা আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
৯ ঘণ্টা আগেত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১৮ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১৯ ঘণ্টা আগে