নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্দোনেশিয়ার অদ্ভুত সুন্দর দ্বীপরাজ্য বালি। জায়গাটি পাহাড়, সমুদ্র আর ১০ হাজারের বেশি মন্দির নিয়ে গড়ে উঠেছে। ‘দেবতাদের দ্বীপ’ নামে খ্যাত বালিতে ঘুরে দেখার মতো আছে অসংখ্য জায়গা।
বালির সাংস্কৃতিক রাজধানী উবুদ। সেখানে অনেক মন্দির ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়েছে। উবুদ মাঙ্কি ফরেস্ট ইন্দোনেশিয়া সরকারের সংরক্ষিত বনাঞ্চল এবং সেখানে আছে স্থানীয়দের পবিত্র মন্দির। উবুদে পাহাড়ের ধারের দোলনায় চড়ে দুঃসাহসিক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ আছে। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৭১৭ মিটার উঁচুতে আছে মাউন্ট বাটুর নামের একটি জীবন্ত আগ্নেয়গিরি। উবুদ প্যালেস বা পুরি সারেন সেখানকার আরেকটি ঐতিহাসিক জায়গা, যার স্থাপত্যশৈলী পর্যটকদের মুগ্ধ করে।
বালির সুন্দর কিছু জায়গার মধ্যে আছে নুসা দ্বীপপুঞ্জ। সেখানে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, স্পিডবোট রাইডিংসহ অনেক কিছু উপভোগ করতে পারেন পর্যটকেরা। তিনটি দ্বীপ নিয়ে গঠিত নুসা লেমবনগানের বিখ্যাত ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে আছে ড্রিম বিচ, ডেভিল’স টিয়ার, মান্টা পয়েন্ট, ইয়েলো ব্রিজ, শিপরেক পয়েন্ট ইত্যাদি। বালি এয়ারপোর্টের কাছে আগে কুটা নামে জেলেদের একটি গ্রাম ছিল। সেটি এখন ইন্দোনেশিয়ার অন্যতম ব্যস্ত ট্যুরিস্ট স্পট কুটা বিচ। জিমবারান, সানুর ও নুসা দুয়া বিচ কুটার সবচেয়ে নিরিবিলি বিচ। কুটা থেকে এক দিনের ট্রিপে ঘুরে আসার মতো জায়গা লেমপুইয়াং।
ইন্দোনেশিয়ার অদ্ভুত সুন্দর দ্বীপরাজ্য বালি। জায়গাটি পাহাড়, সমুদ্র আর ১০ হাজারের বেশি মন্দির নিয়ে গড়ে উঠেছে। ‘দেবতাদের দ্বীপ’ নামে খ্যাত বালিতে ঘুরে দেখার মতো আছে অসংখ্য জায়গা।
বালির সাংস্কৃতিক রাজধানী উবুদ। সেখানে অনেক মন্দির ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়েছে। উবুদ মাঙ্কি ফরেস্ট ইন্দোনেশিয়া সরকারের সংরক্ষিত বনাঞ্চল এবং সেখানে আছে স্থানীয়দের পবিত্র মন্দির। উবুদে পাহাড়ের ধারের দোলনায় চড়ে দুঃসাহসিক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ আছে। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৭১৭ মিটার উঁচুতে আছে মাউন্ট বাটুর নামের একটি জীবন্ত আগ্নেয়গিরি। উবুদ প্যালেস বা পুরি সারেন সেখানকার আরেকটি ঐতিহাসিক জায়গা, যার স্থাপত্যশৈলী পর্যটকদের মুগ্ধ করে।
বালির সুন্দর কিছু জায়গার মধ্যে আছে নুসা দ্বীপপুঞ্জ। সেখানে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, স্পিডবোট রাইডিংসহ অনেক কিছু উপভোগ করতে পারেন পর্যটকেরা। তিনটি দ্বীপ নিয়ে গঠিত নুসা লেমবনগানের বিখ্যাত ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে আছে ড্রিম বিচ, ডেভিল’স টিয়ার, মান্টা পয়েন্ট, ইয়েলো ব্রিজ, শিপরেক পয়েন্ট ইত্যাদি। বালি এয়ারপোর্টের কাছে আগে কুটা নামে জেলেদের একটি গ্রাম ছিল। সেটি এখন ইন্দোনেশিয়ার অন্যতম ব্যস্ত ট্যুরিস্ট স্পট কুটা বিচ। জিমবারান, সানুর ও নুসা দুয়া বিচ কুটার সবচেয়ে নিরিবিলি বিচ। কুটা থেকে এক দিনের ট্রিপে ঘুরে আসার মতো জায়গা লেমপুইয়াং।
দাঁতের ব্যথা হঠাৎ বা ধীরে ধীরে হতে পারে। কখনো শুধু একটি দাঁতে, আবার কখনো একাধিক দাঁতে ব্যথা অনুভূত হয়। দাঁতের ব্যথা কখনো ছোট সমস্যার লক্ষণ, আবার কখনো বড় চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে। তাই ব্যথা অনুভব করলে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করা জরুরি। নিচে দাঁতের ব্যথার সবচেয়ে সাধারণ ১২টি...
১৮ মিনিট আগেচীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
১৫ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১৭ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১৮ ঘণ্টা আগে