মধ্যরাতের ক্রেভিংয়ে মন ভরিয়ে দেয় একটি চকলেট বার। মেকআপের টোনেও যদি থাকে চকলেট রং, কেমন লাগবে? একদম ঠাট্টা হচ্ছে না। চকলেট টোনের মেকআপ এখন ট্রেন্ড। একটু ডার্ক, মোলায়েম, ক্যারামেল হোক বা টফি—শেডের মেকআপ পুরো লুকে এনে দেবে আভিজাত্য়। কীভাবে করবেন? জানাচ্ছেন কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা।
চকলেট টোনের মেকআপ যাদের জন্য
৭ জুলাই ছিল বিশ্ব চকলেট দিবস। অবশ্য চকলেটপ্রেমীদের জন্য দিবস কোনো বিষয় নয়। সুযোগ হলেই চকলেট হাতে তুলে নেয় তারা। সে তো গেল জিবের স্বাদ মেটানোর কথা। চকলেট যে ত্বকের স্বাদও মেটাতে পারে, এখন তা অস্বীকার করা যাচ্ছে না। সে জন্যই হয়তো ট্রেন্ডে এখন চকলেট টোনের মেকআপ।
যাদের ত্বকের রঙে একটু গাঢ় বা বাদামি শেড আছে, তাদের চকলেট টোনের মেকআপে খুবই ভালো লাগে। সে ক্ষেত্রে ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, ব্লাশন—সবকিছুতেই চকলেট টোন রাখা সম্ভব। ফাউন্ডেশনের মধ্য়ে কিছু টফি, ক্যারামেল, কোকো, হ্যাজলনাট, ক্যাসিউনাট শেড পাওয়া যায়। ত্বকের রঙের সঙ্গে মানানসই এগুলোর যেকোনোটি ব্যবহার করা যেতে পারে। যাদের চেহারা একটু বেশি ভারী, তাদের ফেস কনট্য়ুর করার ক্ষেত্রেও ব্রাউন বা কোকো রঙের ব্লাশন ব্যবহার করা যেতে পারে। যাদের গায়ের রং ফরসা, তারাও স্কিনটোন ডাউন করতে চাইলে চকলেট টোনের মেকআপ করতে পারেন। চকলেট শেডের ফাউন্ডেশন সাধারণত রাতের কোনো অনুষ্ঠান এবং পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে খুব ভালো যায়।
চকলেটি লিপস
লিপস্টিকে চকলেট রং সেই নব্বইয়ের দশক থেকে সব বয়সীর কাছে জনপ্রিয়। তবে বুঝতে হবে, কোন আকারের ঠোঁটে কোন ধরনের চকলেট টোনের লিপস্টিক ব্যবহার করা ভালো। পুরু ঠোঁটে স্যান্ড ন্য়ুড, ক্যারামেল ন্য়ুড, সেপিয়া ব্রাউন, বার্নট পাম্পকিন ইত্যাদি শেড ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে পাতলা ঠোঁট হলে ডার্ক ক্যারামেল, ক্যাডবেরি, ডার্ক এসপ্রেসো, ক্যারামেল লাতে ইত্যাদি শেড ব্যবহার করলে ভালো লাগবে। ঠোঁট বেশি পুরু হলে লিপস্টিকের পরিবর্তে লিপগ্লস আর পাতলা হলে ম্যাট লিপস্টিক বেশি মানায়।
চোখের সাজে
চকলেট টোনের মেকআপ করতে চাইলে যে চোখ, ঠোঁট, গালে ব্যবহৃত সব মেকআপ উপকরণই চকলেট টোনের হতে হবে, এমন কোনো কথা নেই। রঙের ভারসাম্য রাখলে ভালো দেখাবে। লিপস্টিক যদি চকলেট রঙের হয়, তাহলে চোখে ন্য়ুড শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের কাজলের ক্ষেত্রেও যদি কালোর পরিবর্তে ডার্ক ব্রাউন ব্যবহার করা যায়, তাহলে দেখতে ভালো লাগবে।
ডাস্টি চকলেট অন ফেস
পুরো মুখে নরম চকলেটি আভা চাইলে টফি, ক্যাডবেরি, ক্যারামেল—এই শেডগুলো পারসেন্টেজ বুঝে চোখ, ঠোঁট ও গালে ব্যবহার করা যায়। লিপস্টিক ও আইশ্যাডোতে টফি, ক্যারামেল, ক্যাডবেরি শেডগুলো বেছে নেওয়া যায়। ব্লাশনের ক্ষেত্রেও চকলেট বা ব্রাউন শেডের ব্লাশন ব্যবহার করা যেতে পারে।
চকলেট টোনের মেকআপ যাদের জন্য
৭ জুলাই ছিল বিশ্ব চকলেট দিবস। অবশ্য চকলেটপ্রেমীদের জন্য দিবস কোনো বিষয় নয়। সুযোগ হলেই চকলেট হাতে তুলে নেয় তারা। সে তো গেল জিবের স্বাদ মেটানোর কথা। চকলেট যে ত্বকের স্বাদও মেটাতে পারে, এখন তা অস্বীকার করা যাচ্ছে না। সে জন্যই হয়তো ট্রেন্ডে এখন চকলেট টোনের মেকআপ।
যাদের ত্বকের রঙে একটু গাঢ় বা বাদামি শেড আছে, তাদের চকলেট টোনের মেকআপে খুবই ভালো লাগে। সে ক্ষেত্রে ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, ব্লাশন—সবকিছুতেই চকলেট টোন রাখা সম্ভব। ফাউন্ডেশনের মধ্য়ে কিছু টফি, ক্যারামেল, কোকো, হ্যাজলনাট, ক্যাসিউনাট শেড পাওয়া যায়। ত্বকের রঙের সঙ্গে মানানসই এগুলোর যেকোনোটি ব্যবহার করা যেতে পারে। যাদের চেহারা একটু বেশি ভারী, তাদের ফেস কনট্য়ুর করার ক্ষেত্রেও ব্রাউন বা কোকো রঙের ব্লাশন ব্যবহার করা যেতে পারে। যাদের গায়ের রং ফরসা, তারাও স্কিনটোন ডাউন করতে চাইলে চকলেট টোনের মেকআপ করতে পারেন। চকলেট শেডের ফাউন্ডেশন সাধারণত রাতের কোনো অনুষ্ঠান এবং পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে খুব ভালো যায়।
চকলেটি লিপস
লিপস্টিকে চকলেট রং সেই নব্বইয়ের দশক থেকে সব বয়সীর কাছে জনপ্রিয়। তবে বুঝতে হবে, কোন আকারের ঠোঁটে কোন ধরনের চকলেট টোনের লিপস্টিক ব্যবহার করা ভালো। পুরু ঠোঁটে স্যান্ড ন্য়ুড, ক্যারামেল ন্য়ুড, সেপিয়া ব্রাউন, বার্নট পাম্পকিন ইত্যাদি শেড ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে পাতলা ঠোঁট হলে ডার্ক ক্যারামেল, ক্যাডবেরি, ডার্ক এসপ্রেসো, ক্যারামেল লাতে ইত্যাদি শেড ব্যবহার করলে ভালো লাগবে। ঠোঁট বেশি পুরু হলে লিপস্টিকের পরিবর্তে লিপগ্লস আর পাতলা হলে ম্যাট লিপস্টিক বেশি মানায়।
চোখের সাজে
চকলেট টোনের মেকআপ করতে চাইলে যে চোখ, ঠোঁট, গালে ব্যবহৃত সব মেকআপ উপকরণই চকলেট টোনের হতে হবে, এমন কোনো কথা নেই। রঙের ভারসাম্য রাখলে ভালো দেখাবে। লিপস্টিক যদি চকলেট রঙের হয়, তাহলে চোখে ন্য়ুড শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের কাজলের ক্ষেত্রেও যদি কালোর পরিবর্তে ডার্ক ব্রাউন ব্যবহার করা যায়, তাহলে দেখতে ভালো লাগবে।
ডাস্টি চকলেট অন ফেস
পুরো মুখে নরম চকলেটি আভা চাইলে টফি, ক্যাডবেরি, ক্যারামেল—এই শেডগুলো পারসেন্টেজ বুঝে চোখ, ঠোঁট ও গালে ব্যবহার করা যায়। লিপস্টিক ও আইশ্যাডোতে টফি, ক্যারামেল, ক্যাডবেরি শেডগুলো বেছে নেওয়া যায়। ব্লাশনের ক্ষেত্রেও চকলেট বা ব্রাউন শেডের ব্লাশন ব্যবহার করা যেতে পারে।
যারা হাইকিং ভালোবাসেন এবং পৃথিবীর বিভিন্ন ট্রেইলে হাইকিং করে থাকেন, তাঁদের অনন্য অভিজ্ঞতা দেবে থাইল্যান্ডের ট্রেইলগুলো। এসব ট্রেইল ধরে হাঁটার সময় এক ভিন্ন রকম উপকূলীয় সৌন্দর্য এবং থাইল্যান্ডের এক ভিন্ন রকম সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যাবে। ঘন জঙ্গল, ধানখেত, কুয়াশাচ্ছন্ন পাহাড় ও পাহাড়ের ওপরের মন্
১১ ঘণ্টা আগেপড়ন্ত দুপুরে আমরা তিনজন। বাগানের আঁকাবাঁকা পথ অতিক্রম করতে হবে, এই ভেবে বাইক সঙ্গে নিলাম। চৌহাট্টা, আম্বরখানা, লাক্কাতুরা চা-বাগানকে পাশ কাটিয়ে মিনিট দশেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম দেশের প্রথম চা-বাগান মালনীছড়ার মূল কার্যালয়সংলগ্ন রাস্তার মাথায়। বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৪ সালে।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগ্রহ কমেছে। কিন্তু ভারতীয় পর্যটকদের মধ্যে দেশটিতে ভ্রমণের আগ্রহ বেড়েছে। সম্প্রতি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট স্কিফট রিসার্চের এক বিশেষ জরিপে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতা ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের কারণে কানাডা,
১১ ঘণ্টা আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে হান নদীর বড় দ্বীপ ইউলিয়াংচৌ। একসময় এটি পরিচিত ছিল ‘বনসাই দ্বীপ’ নামে। তবে এখন একে বলা হয় হান নদীর মুক্তা।
১১ ঘণ্টা আগে