শারমিন কচি
প্রশ্ন: চুল রং করেছি সাত-আট মাস আগে। বারগেন্ডি রং ছিল। শ্যাম্পু করার কারণে চুলের রং ধুয়ে এখন বাদামি হয়ে গেছে। কিন্তু রং করা অংশের চুলগুলো খুব রুক্ষ হয়ে গেছে। কী করণীয়?
আফরোজা খাতুন, মুন্সিগঞ্জ
ভালো মানের কালার ব্যবহার করতে হবে। রং করার পর কালার গার্ড শ্যাম্পু ব্যবহার করুন এবং প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করবেন।
প্রশ্ন: গরমে ত্বকে ছোট ছোট র্যাশ বের হয়। ত্বকে মলিন ভাবও দেখা দেয়। কী করব?
লীনা হক, বরিশাল
সাধারণত ফেসওয়াশ দিয়ে যেভাবে মুখ ধোয়া হয়, তাতে ত্বক গভীরভাবে পরিষ্কার হয় না। তাই সপ্তাহে অন্তত দুই দিন ত্বক ডিপ ক্লিন বা গভীরভাবে পরিষ্কার করতে হবে। সব ধরনের ত্বকের জন্য ঘরোয়া প্যাক হিসেবে বেসনের সঙ্গে গোলাপজল ও সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। বেসন, গোলাপজল ও মধুর মিশ্রণটি মুখে লাগান। হালকা শুকিয়ে এলে হাত দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।
জেনেটিক চর্মরোগ কি কোনোভাবে এড়ানো সম্ভব? আমার মায়ের পায়ে তিলের মতো ছোট ছোট তবে ঘন দাগ রয়েছে। কখনো এগুলো চুলকায় ও বাড়ে।
প্রশ্ন: একটা বয়সের পর আমার হাতের উপরিভাগেও এমন দাগ দেখা দিয়েছে, যদিও মায়ের মতো সেগুলো বাড়েনি। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
এগুলো হাইপারপিগমেন্টেশন। এটি বংশগত হলেও এর চিকিৎসা নিতে হবে। ভালো একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন এ থেকে মুক্ত থাকতে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: চুল রং করেছি সাত-আট মাস আগে। বারগেন্ডি রং ছিল। শ্যাম্পু করার কারণে চুলের রং ধুয়ে এখন বাদামি হয়ে গেছে। কিন্তু রং করা অংশের চুলগুলো খুব রুক্ষ হয়ে গেছে। কী করণীয়?
আফরোজা খাতুন, মুন্সিগঞ্জ
ভালো মানের কালার ব্যবহার করতে হবে। রং করার পর কালার গার্ড শ্যাম্পু ব্যবহার করুন এবং প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করবেন।
প্রশ্ন: গরমে ত্বকে ছোট ছোট র্যাশ বের হয়। ত্বকে মলিন ভাবও দেখা দেয়। কী করব?
লীনা হক, বরিশাল
সাধারণত ফেসওয়াশ দিয়ে যেভাবে মুখ ধোয়া হয়, তাতে ত্বক গভীরভাবে পরিষ্কার হয় না। তাই সপ্তাহে অন্তত দুই দিন ত্বক ডিপ ক্লিন বা গভীরভাবে পরিষ্কার করতে হবে। সব ধরনের ত্বকের জন্য ঘরোয়া প্যাক হিসেবে বেসনের সঙ্গে গোলাপজল ও সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। বেসন, গোলাপজল ও মধুর মিশ্রণটি মুখে লাগান। হালকা শুকিয়ে এলে হাত দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।
জেনেটিক চর্মরোগ কি কোনোভাবে এড়ানো সম্ভব? আমার মায়ের পায়ে তিলের মতো ছোট ছোট তবে ঘন দাগ রয়েছে। কখনো এগুলো চুলকায় ও বাড়ে।
প্রশ্ন: একটা বয়সের পর আমার হাতের উপরিভাগেও এমন দাগ দেখা দিয়েছে, যদিও মায়ের মতো সেগুলো বাড়েনি। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
এগুলো হাইপারপিগমেন্টেশন। এটি বংশগত হলেও এর চিকিৎসা নিতে হবে। ভালো একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন এ থেকে মুক্ত থাকতে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
১৩ মিনিট আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৫ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগে