প্রশ্ন: সিঙ্গেল প্যারেন্টের বড় সমস্যা হলো, একা হাতে সব সামলে মানসিকভাবে শক্ত থাকা। আমি ১০ বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি এর সঙ্গে। মাঝে মাঝে ক্লান্তি লাগে। অনেক ক্ষেত্রেই সন্তান আমাকে ভুল বোঝে। বুঝতে পারি, বাইরের মানুষের প্রভাবে সে এমন করে। অনেক সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি। আমি তাকে সময় দেওয়ার চেষ্টা করি। অনেক সময় কোনো কারণে সময় দেওয়া না হলে সে আমাকে ভুল বোঝে। কীভাবে তাকে বোঝাতে পারব যে গুরুত্বের দিক দিয়ে সে-ই আমার কাছে প্রথম। কী করে মানসিকভাবে আরও শক্ত থাকতে পারি?
জান্নাতুল নাঈম নাতাশা, পিরোজপুর
উত্তর: কিছুদিন আগে সামিনা নবীর একটা গান শুনেছিলাম, ‘কেউ বোঝে না আমারও তো একলা লাগে!...’ ঠিক এ বিষয়টি মনে রাখুন। আপনার এই ১০ বছরের যুদ্ধ কোথায় যেন অদৃশ্য হয়ে আছে। এ বিষয়টিই জন্ম দিচ্ছে ক্লান্তির। কারণ, আপনারও তো একটা প্রাণ আছে।
সেই ছোট্ট প্রাণটি বা ভেতরের আমিটি আর কত নেবে? ঠিক এ জায়গাটাতেই আপনি ভুগছেন। এর একটি গালভরা নাম আছে, ‘কেয়ার গিভার ফ্যাটিগ’। আপনি এটিতেই অবচেতনভাবে ভুগছেন। এটি সচেতনভাবে স্বীকার করাটাও কঠিন। কারণ, আপনার বাস্তবতায় ‘আর পারছি না’ বলাটা বিলাসিতা বলে চিহ্নিত করবে।
ধীরে ধীরে কমে আসছে সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনার সময়। এসব ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সেলিং খুব ভালো কাজ করে। আপনার সন্তান এবং আপনি একজন পেশাদার মনোবিদের সাহায্য নিন।
পরামর্শ: অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি
প্রশ্ন: সিঙ্গেল প্যারেন্টের বড় সমস্যা হলো, একা হাতে সব সামলে মানসিকভাবে শক্ত থাকা। আমি ১০ বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি এর সঙ্গে। মাঝে মাঝে ক্লান্তি লাগে। অনেক ক্ষেত্রেই সন্তান আমাকে ভুল বোঝে। বুঝতে পারি, বাইরের মানুষের প্রভাবে সে এমন করে। অনেক সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি। আমি তাকে সময় দেওয়ার চেষ্টা করি। অনেক সময় কোনো কারণে সময় দেওয়া না হলে সে আমাকে ভুল বোঝে। কীভাবে তাকে বোঝাতে পারব যে গুরুত্বের দিক দিয়ে সে-ই আমার কাছে প্রথম। কী করে মানসিকভাবে আরও শক্ত থাকতে পারি?
জান্নাতুল নাঈম নাতাশা, পিরোজপুর
উত্তর: কিছুদিন আগে সামিনা নবীর একটা গান শুনেছিলাম, ‘কেউ বোঝে না আমারও তো একলা লাগে!...’ ঠিক এ বিষয়টি মনে রাখুন। আপনার এই ১০ বছরের যুদ্ধ কোথায় যেন অদৃশ্য হয়ে আছে। এ বিষয়টিই জন্ম দিচ্ছে ক্লান্তির। কারণ, আপনারও তো একটা প্রাণ আছে।
সেই ছোট্ট প্রাণটি বা ভেতরের আমিটি আর কত নেবে? ঠিক এ জায়গাটাতেই আপনি ভুগছেন। এর একটি গালভরা নাম আছে, ‘কেয়ার গিভার ফ্যাটিগ’। আপনি এটিতেই অবচেতনভাবে ভুগছেন। এটি সচেতনভাবে স্বীকার করাটাও কঠিন। কারণ, আপনার বাস্তবতায় ‘আর পারছি না’ বলাটা বিলাসিতা বলে চিহ্নিত করবে।
ধীরে ধীরে কমে আসছে সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনার সময়। এসব ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সেলিং খুব ভালো কাজ করে। আপনার সন্তান এবং আপনি একজন পেশাদার মনোবিদের সাহায্য নিন।
পরামর্শ: অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৪ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে