ডা. ফারজানা রহমান
প্রশ্ন: আমি জানি না কেন, ইদানীং সবকিছুতেই অসুখী হচ্ছি। আমি এমন ছিলাম না। কপালে আছে বলে মেনে নিতাম। এখন পারছি না। চাকরির ক্ষেত্রে, বাসার অন্যান্য যেকোনো বিষয়ে আগে মেনে নেওয়ার একটা ব্যাপার ছিল আমার মধ্যে। এখন শুধু মনে হয়, আমিই কেন? আমার কাছের মানুষগুলো আমাকে মুখের ওপরেই নেগেটিভ তকমা দিচ্ছে। মাঝেমধ্যে মনে হয়, তাদের এভাবে বলার জন্যই আমি নেগেটিভ হয়ে যাচ্ছি দিন দিন। আমার জীবনযাপনে সমস্যা হচ্ছে, ঘুমাতে পারছি না। কাউকে কোনো কথা শেয়ার করতে পারছি না। মনে হচ্ছে, সবাই বলবে আমার মধ্যেই সমস্যা। হুট করে আমার মায়ের মারা যাওয়া মেনে নিতে পারছি না। আশপাশের সবাইকে কেমন অসহ্য লাগছে। আমি জানি না, আমি কী করব।
অনিতা হালদার, উত্তরা, ঢাকা
উত্তর: আমার মনে হচ্ছে, সমস্যাটি যতটা আপনার, তার চেয়েও বেশি আপনার আশপাশের মানুষদের। তবে অন্য সবাই আপনাকে নেগেটিভ তকমা দিচ্ছে, একটু অন্য রকম আলোচনা করছে, বিষয়টি নিয়ে আমরা ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারি। যেমন শৈশব থেকেই কি এই সমস্যার শুরু? নাকি ইদানীং কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটি ঘটছে?
আপনি জানিয়েছেন, আপনি এমন ছিলেন না, ‘কপালে আছে’ এই ভেবে মেনে নিতেন। কী ঘটনা ঘটেছে আপনার জীবনে, মনে হতো এগুলো কপালের লিখন, মেনে নিতেই হবে? বিষয়গুলো জানতে পারলে খুব ভালো হতো। আরেকটি কথা, আপনি লিখেছেন, চাকরি করছেন। তার মানে আর্থিকভাবে স্বাধীন। একটু সময় নিয়ে ভেবে দেখুন তো, আপনার ব্যক্তিত্বের এমন কোনো দিক আছে কি না, যা নিয়ে আপনার সমস্যা হচ্ছে? হয়তো আপনার আচরণে কেউ কষ্ট পাচ্ছেন অথবা আপনার ব্যবহার নিয়ে ক্রমাগত নালিশ জানাচ্ছেন? দিন দিন নেতিবাচক হয়ে উঠেছেন, শুধুই কি অন্যরা অনুযোগ করছে বলে?
আপনি একটু নিজের মতো করে আপনার সমস্যাগুলো চিহ্নিত করুন। কোনো সমস্যা মনে হলে একজন মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিন।
আশা করছি, আপনার সমস্যার একটি সুন্দর সমাধান হবে।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান, সহযোগী অধ্যাপ, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
প্রশ্ন: আমি জানি না কেন, ইদানীং সবকিছুতেই অসুখী হচ্ছি। আমি এমন ছিলাম না। কপালে আছে বলে মেনে নিতাম। এখন পারছি না। চাকরির ক্ষেত্রে, বাসার অন্যান্য যেকোনো বিষয়ে আগে মেনে নেওয়ার একটা ব্যাপার ছিল আমার মধ্যে। এখন শুধু মনে হয়, আমিই কেন? আমার কাছের মানুষগুলো আমাকে মুখের ওপরেই নেগেটিভ তকমা দিচ্ছে। মাঝেমধ্যে মনে হয়, তাদের এভাবে বলার জন্যই আমি নেগেটিভ হয়ে যাচ্ছি দিন দিন। আমার জীবনযাপনে সমস্যা হচ্ছে, ঘুমাতে পারছি না। কাউকে কোনো কথা শেয়ার করতে পারছি না। মনে হচ্ছে, সবাই বলবে আমার মধ্যেই সমস্যা। হুট করে আমার মায়ের মারা যাওয়া মেনে নিতে পারছি না। আশপাশের সবাইকে কেমন অসহ্য লাগছে। আমি জানি না, আমি কী করব।
অনিতা হালদার, উত্তরা, ঢাকা
উত্তর: আমার মনে হচ্ছে, সমস্যাটি যতটা আপনার, তার চেয়েও বেশি আপনার আশপাশের মানুষদের। তবে অন্য সবাই আপনাকে নেগেটিভ তকমা দিচ্ছে, একটু অন্য রকম আলোচনা করছে, বিষয়টি নিয়ে আমরা ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারি। যেমন শৈশব থেকেই কি এই সমস্যার শুরু? নাকি ইদানীং কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটি ঘটছে?
আপনি জানিয়েছেন, আপনি এমন ছিলেন না, ‘কপালে আছে’ এই ভেবে মেনে নিতেন। কী ঘটনা ঘটেছে আপনার জীবনে, মনে হতো এগুলো কপালের লিখন, মেনে নিতেই হবে? বিষয়গুলো জানতে পারলে খুব ভালো হতো। আরেকটি কথা, আপনি লিখেছেন, চাকরি করছেন। তার মানে আর্থিকভাবে স্বাধীন। একটু সময় নিয়ে ভেবে দেখুন তো, আপনার ব্যক্তিত্বের এমন কোনো দিক আছে কি না, যা নিয়ে আপনার সমস্যা হচ্ছে? হয়তো আপনার আচরণে কেউ কষ্ট পাচ্ছেন অথবা আপনার ব্যবহার নিয়ে ক্রমাগত নালিশ জানাচ্ছেন? দিন দিন নেতিবাচক হয়ে উঠেছেন, শুধুই কি অন্যরা অনুযোগ করছে বলে?
আপনি একটু নিজের মতো করে আপনার সমস্যাগুলো চিহ্নিত করুন। কোনো সমস্যা মনে হলে একজন মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিন।
আশা করছি, আপনার সমস্যার একটি সুন্দর সমাধান হবে।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান, সহযোগী অধ্যাপ, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৪ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে