প্রযুক্তি ডেস্ক
দীর্ঘদিন ধরেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের একাধিক মডেলের আইফোন উৎপাদন করছে ভারত। তবে অ্যাপলের অন্য কোনো পণ্য উৎপাদনের সুযোগ পায়নি দেশটি। এবার আইফোনের পাশাপাশি আইপ্যাডও ভারতে তৈরির পরিকল্পনা করছে অ্যাপল।
সিএনবিসির এক প্রতিবেদন অনুযায়ী, আইপ্যাড তৈরির বিষয়ে এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছেন অ্যাপলের কর্মকর্তারা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, চীনে শ্রমিক অসন্তোষের ঘটনায় আইপ্যাড তৈরির বিকল্প দেশ হিসেবে ভারতকে বিবেচনা করছে অ্যাপল। অ্যাপল এই বছরের শুরুর দিকে জানিয়েছিল, দক্ষিণ ভারতে আইফোন ১৪–এর যন্ত্রাংশ সংযোজনের কাজ শুরু হয়েছে।
আইপ্যাড উৎপাদনের প্রক্রিয়া বেশ জটিল হওয়ায় ভারতে দক্ষ ও অভিজ্ঞ জনবল পাওয়া কঠিন হবে। তাই পরিকল্পনাটি ধীরগতির হয়ে পড়ার আশঙ্কা করছে অ্যাপল। এর ফলে ভারতে আইপ্যাড উৎপাদনের প্রক্রিয়ায় যেতে সময় নিতে চাচ্ছে কোম্পানিটি।
তবে এর মধ্যেই ভারতে আরও বড় পরিসরে আইফোন তৈরির পরিকল্পনা করেছে অ্যাপল। বর্তমানে তাইওয়ান ভিত্তিক দুটি ইলেকট্রনিক যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন ও উইস্ট্রনের মাধ্যমে ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল।
সম্প্রতি এক বিবৃতিতে অ্যাপল জানায়, ‘আইফোন সিটি’ নামে পরিচিত চীনের ঝেংঝু শহরে শ্রমিক অসন্তোষের কারণে আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্সের উৎপাদন ও বাজারজাত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে পরবর্তী মডেলের আইফোন বাজারজাত করতে দেরি হবে অ্যাপলের।
গত ৩ ডিসেম্বর ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল চীন থেকে ভারত এবং ভিয়েতনামসহ এশিয়ার অন্যান্য দেশে উৎপাদন স্থানান্তরের পরিকল্পনা করছে।
দীর্ঘদিন ধরেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের একাধিক মডেলের আইফোন উৎপাদন করছে ভারত। তবে অ্যাপলের অন্য কোনো পণ্য উৎপাদনের সুযোগ পায়নি দেশটি। এবার আইফোনের পাশাপাশি আইপ্যাডও ভারতে তৈরির পরিকল্পনা করছে অ্যাপল।
সিএনবিসির এক প্রতিবেদন অনুযায়ী, আইপ্যাড তৈরির বিষয়ে এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছেন অ্যাপলের কর্মকর্তারা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, চীনে শ্রমিক অসন্তোষের ঘটনায় আইপ্যাড তৈরির বিকল্প দেশ হিসেবে ভারতকে বিবেচনা করছে অ্যাপল। অ্যাপল এই বছরের শুরুর দিকে জানিয়েছিল, দক্ষিণ ভারতে আইফোন ১৪–এর যন্ত্রাংশ সংযোজনের কাজ শুরু হয়েছে।
আইপ্যাড উৎপাদনের প্রক্রিয়া বেশ জটিল হওয়ায় ভারতে দক্ষ ও অভিজ্ঞ জনবল পাওয়া কঠিন হবে। তাই পরিকল্পনাটি ধীরগতির হয়ে পড়ার আশঙ্কা করছে অ্যাপল। এর ফলে ভারতে আইপ্যাড উৎপাদনের প্রক্রিয়ায় যেতে সময় নিতে চাচ্ছে কোম্পানিটি।
তবে এর মধ্যেই ভারতে আরও বড় পরিসরে আইফোন তৈরির পরিকল্পনা করেছে অ্যাপল। বর্তমানে তাইওয়ান ভিত্তিক দুটি ইলেকট্রনিক যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন ও উইস্ট্রনের মাধ্যমে ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল।
সম্প্রতি এক বিবৃতিতে অ্যাপল জানায়, ‘আইফোন সিটি’ নামে পরিচিত চীনের ঝেংঝু শহরে শ্রমিক অসন্তোষের কারণে আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্সের উৎপাদন ও বাজারজাত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে পরবর্তী মডেলের আইফোন বাজারজাত করতে দেরি হবে অ্যাপলের।
গত ৩ ডিসেম্বর ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল চীন থেকে ভারত এবং ভিয়েতনামসহ এশিয়ার অন্যান্য দেশে উৎপাদন স্থানান্তরের পরিকল্পনা করছে।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে