প্রযুক্তি ডেস্ক
পণ্য সরবরাহের জন্য ড্রোন সেবার উন্মোচন করল বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। ‘প্রাইম এয়ার ড্রোন’ প্রজেক্টের আওতায় ক্রেতাদের ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দুটি শহরে এটি প্রাথমিকভাবে চালু হবে।
আমাজন অনেক দিন ধরেই প্যাকেজ ডেলিভারির সময় কমিয়ে আনার কথা বলছে। জেফ বেজোস প্রথমবার ড্রোন ডেলিভারির ঘোষণা দেন ২০১৩ সালে।
‘ডাবড এমকে ২৭-২’ ড্রোনটি এ বছরের শেষ নাগাদ পণ্য সরবরাহ শুরু করবে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘লকফোর্ড’ শহর এবং টেক্সাস অঙ্গরাজ্যের ‘কলেজ স্টেশন’ শহর থেকে ড্রোনটির কার্যক্রম শুরু হবে। ড্রোনটির ওজন প্রায় ৩৭ কেজি। এটি ২ কেজির সামান্য বেশি ওজনের পণ্য সরবরাহ করতে সক্ষম। এটি ক্রেতার ঠিকানায় পৌঁছে ১২ ফুট ওপর থেকে পণ্যের প্যাকেজ নিচে ফেলবে।
আমাজন এক ব্লগপোস্টে বলেছে, ‘আমরা জানি আমাদের ক্রেতারা ড্রোনের মাধ্যমে পণ্য নেওয়ায় তখনই উৎসাহিত হবেন যখন তাঁরা নিশ্চিত হবেন যে এটি নির্ভরযোগ্য ও ঝুঁকিমুক্ত। আমাদের ড্রোন হয়তো কখনো কখনো পণ্য সরবরাহের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হবে। তবে ড্রোনটি এসব অবস্থায় নিজ থেকেই নিরাপদ সিদ্ধান্ত নিতে সক্ষম।’
আমাজন আরও বলেছে, ‘আমরা একটি অত্যাধুনিক “সেন্স অ্যান্ড অ্যান্ড্রয়েড” সিস্টেম তৈরি করেছি। এই প্রযুক্তির ফলে আমাদের ড্রোনগুলো অন্যান্য আকাশযান, মানুষ, পোষা প্রাণী এবং যে কোনো জড় বস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারবে।’
প্রাইম এয়ার ড্রোন প্রোগ্রামের প্রধান ক্যালসি হেনড্রিকসন বলেন, ‘আমরা নিশ্চিত করেছি যে ড্রোনের মাধ্যমে পণ্য সরবারহের ফলে পণ্যের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া আমাদের পণ্য বিশেষভাবে মোড়কীকরণ করা হয়। যার মাধ্যমে পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে না।’
পণ্য সরবরাহের জন্য ড্রোন সেবার উন্মোচন করল বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। ‘প্রাইম এয়ার ড্রোন’ প্রজেক্টের আওতায় ক্রেতাদের ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দুটি শহরে এটি প্রাথমিকভাবে চালু হবে।
আমাজন অনেক দিন ধরেই প্যাকেজ ডেলিভারির সময় কমিয়ে আনার কথা বলছে। জেফ বেজোস প্রথমবার ড্রোন ডেলিভারির ঘোষণা দেন ২০১৩ সালে।
‘ডাবড এমকে ২৭-২’ ড্রোনটি এ বছরের শেষ নাগাদ পণ্য সরবরাহ শুরু করবে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘লকফোর্ড’ শহর এবং টেক্সাস অঙ্গরাজ্যের ‘কলেজ স্টেশন’ শহর থেকে ড্রোনটির কার্যক্রম শুরু হবে। ড্রোনটির ওজন প্রায় ৩৭ কেজি। এটি ২ কেজির সামান্য বেশি ওজনের পণ্য সরবরাহ করতে সক্ষম। এটি ক্রেতার ঠিকানায় পৌঁছে ১২ ফুট ওপর থেকে পণ্যের প্যাকেজ নিচে ফেলবে।
আমাজন এক ব্লগপোস্টে বলেছে, ‘আমরা জানি আমাদের ক্রেতারা ড্রোনের মাধ্যমে পণ্য নেওয়ায় তখনই উৎসাহিত হবেন যখন তাঁরা নিশ্চিত হবেন যে এটি নির্ভরযোগ্য ও ঝুঁকিমুক্ত। আমাদের ড্রোন হয়তো কখনো কখনো পণ্য সরবরাহের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হবে। তবে ড্রোনটি এসব অবস্থায় নিজ থেকেই নিরাপদ সিদ্ধান্ত নিতে সক্ষম।’
আমাজন আরও বলেছে, ‘আমরা একটি অত্যাধুনিক “সেন্স অ্যান্ড অ্যান্ড্রয়েড” সিস্টেম তৈরি করেছি। এই প্রযুক্তির ফলে আমাদের ড্রোনগুলো অন্যান্য আকাশযান, মানুষ, পোষা প্রাণী এবং যে কোনো জড় বস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারবে।’
প্রাইম এয়ার ড্রোন প্রোগ্রামের প্রধান ক্যালসি হেনড্রিকসন বলেন, ‘আমরা নিশ্চিত করেছি যে ড্রোনের মাধ্যমে পণ্য সরবারহের ফলে পণ্যের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া আমাদের পণ্য বিশেষভাবে মোড়কীকরণ করা হয়। যার মাধ্যমে পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে না।’
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ দিন আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে