প্রযুক্তি ডেস্ক
আইফোন, আইপ্যাড এবং ম্যাক কম্পিউটারের জন্য যুক্তরাষ্ট্রে তৈরি চিপ ব্যবহার করবে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, অ্যাপল এরই মধ্যে এ নিয়ে একটি চুক্তি সাক্ষর করেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গত মঙ্গলবার গ্র্যান্ড ক্যানিয়ন স্টেটের একটি অনুষ্ঠানে টিম কুক এই ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কুক বলেন, ‘এই উৎপাদনের সঙ্গে যুক্ত সবাইকে কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এই চিপগুলোকে গর্বের সঙ্গে ‘মেড ইন আমেরিকা’ খেতাব দেওয়া যেতে পারে।
টিম কুক আরও বলেন, ‘আজ কেবলই এর শুরু। আজ আমরা যুক্তরাষ্ট্রের কর্মীদের অতুলনীয় দক্ষতার সঙ্গে টিএসএমসি-এর দক্ষতাকে একত্র করছি।’
চিপগুলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএসএমসি) এর কারখানায় তৈরি করা হবে। কোম্পানিটি ইতিপূর্বে অ্যাপলের অনেক ডিভাইসের জন্য চিপ তৈরি করেছে।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের দুটি প্ল্যান্টে টিএসএমসি মোট ৪ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। ফিনিক্স শহরে প্রথম প্ল্যান্টের কাজ শেষ হবে ২০২৪ সালে। অন্য প্ল্যান্টের কাজ আরও দুই বছর পর শেষ করার লক্ষ্য রয়েছে।
প্রকল্পটিতে ‘চিপস এবং বিজ্ঞান আইনের’ মাধ্যমে আংশিকভাবে ভর্তুকি দিচ্ছে মার্কিন সরকার। আইনটি যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদনকে উৎসাহিত করার জন্য পাস করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘অ্যাপলকে সমস্ত উন্নত চিপ বিদেশ থেকে কিনতে হয়েছিল। তাঁরা এখন এই চিপের উৎপাদন কার্যক্রম নিজের দেশেই নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে তৈরি চিপ এই খাতে বড় পরিবর্তন নিয়ে আসবে।’
আইফোন, আইপ্যাড এবং ম্যাক কম্পিউটারের জন্য যুক্তরাষ্ট্রে তৈরি চিপ ব্যবহার করবে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, অ্যাপল এরই মধ্যে এ নিয়ে একটি চুক্তি সাক্ষর করেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গত মঙ্গলবার গ্র্যান্ড ক্যানিয়ন স্টেটের একটি অনুষ্ঠানে টিম কুক এই ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কুক বলেন, ‘এই উৎপাদনের সঙ্গে যুক্ত সবাইকে কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এই চিপগুলোকে গর্বের সঙ্গে ‘মেড ইন আমেরিকা’ খেতাব দেওয়া যেতে পারে।
টিম কুক আরও বলেন, ‘আজ কেবলই এর শুরু। আজ আমরা যুক্তরাষ্ট্রের কর্মীদের অতুলনীয় দক্ষতার সঙ্গে টিএসএমসি-এর দক্ষতাকে একত্র করছি।’
চিপগুলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএসএমসি) এর কারখানায় তৈরি করা হবে। কোম্পানিটি ইতিপূর্বে অ্যাপলের অনেক ডিভাইসের জন্য চিপ তৈরি করেছে।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের দুটি প্ল্যান্টে টিএসএমসি মোট ৪ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। ফিনিক্স শহরে প্রথম প্ল্যান্টের কাজ শেষ হবে ২০২৪ সালে। অন্য প্ল্যান্টের কাজ আরও দুই বছর পর শেষ করার লক্ষ্য রয়েছে।
প্রকল্পটিতে ‘চিপস এবং বিজ্ঞান আইনের’ মাধ্যমে আংশিকভাবে ভর্তুকি দিচ্ছে মার্কিন সরকার। আইনটি যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদনকে উৎসাহিত করার জন্য পাস করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘অ্যাপলকে সমস্ত উন্নত চিপ বিদেশ থেকে কিনতে হয়েছিল। তাঁরা এখন এই চিপের উৎপাদন কার্যক্রম নিজের দেশেই নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে তৈরি চিপ এই খাতে বড় পরিবর্তন নিয়ে আসবে।’
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে