বছর শেষে ছুটির মৌসুম এলেই সিঙ্গেল বা একা মানুষদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পরিবার ও বন্ধুদের নানা প্রশ্ন, একা পার্টিতে যাওয়ার দ্বিধা ও সামাজিক রীতি-নীতির কারণে অনেকেই ছুটির দিনগুলোতে চাপ অনুভব করেন। বিশেষত, নভেম্বর-ডিসেম্বর মাসে এই চাপটা বেশি মনে হয়। কারণ এই দুই মাসে শীতকালীন ছুটি, থার্টি ফাস্ট নাইট বা অনেকেই অফিসের ছুটি পান। তবে একা বা সিঙ্গেল জীবনের ছুটিও আনন্দময় এবং অর্থবহ হতে পারে, যদি তা সঠিকভাবে উদ্যাপন করা যায়।
আসুন জেনে নেওয়া যাক, কীভাবে সিঙ্গেল জীবনের ছুটি আনন্দময় ও অর্থবহ করা যায়—
ভ্রমণ করা
ছুটির সময় একা থাকাকে ইতিবাচকভাবে গ্রহণ করার একটি উপায় হলো ভ্রমণের পরিকল্পনা করা। একাকী ভ্রমণ আপনাকে নিজের জন্য সময় কাটানোর সুযোগ দেয় এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করে। যেকোনো দেশের প্রথাগত অনুষ্ঠান উপভোগ বা পছন্দের গন্তব্যে যাত্রা করতে পারেন।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো
যারা ভ্রমণে আগ্রহী নন, তাঁরা ঘরোয়া পরিবেশেই ছুটি উদ্যাপন করতে পারেন। এটি হতে পারে একটি ব্যক্তিগত পার্টি আয়োজন করে বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার সময় কাটানো। ঘরকুনো মানুষদের জন্য এটি একটি স্বস্তিদায়ক অভিজ্ঞতা হতে পারে।
নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া
অনেক সময় ছুটির মৌসুমে সামাজিক বাধ্যবাধকতার কারণে আমরা নিজের চাওয়াটাই ভুলে যাই। এ সময় নিজস্ব পছন্দ এবং চাহিদার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। পরিবার বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর চাপ এড়িয়ে নিজের জন্য আরামদায়ক সময় রাখতে পারেন।
নতুন রুটিন তৈরি করুন
ছুটির দিনগুলোতে নিজের মতো করে চলার সুযোগ থাকে। এ সময় আপনি চাইলে বিশেষ খাবার রান্না করতে পারেন বা স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অফিস থাকে না তাই ঘুম থেকে ওঠার তাড়াও থাকে না। সুবিধামতো সময়ে উঠে রান্না করে খেয়ে বেরিয়ে পড়তে পারেন। এর মাধ্যমে আপনি ছুটির দিনগুলোকে নিজস্ব রুটিনে, নিজের মতো করে অর্থবহ করে তুলতে পারবেন।
সামাজিক চাপে নয়, নিজের জন্য উদ্যাপন
এই মৌসুমে সিঙ্গেল জীবনের জন্য সামাজিক চাপ অনুভব করা অপ্রয়োজনীয়। তাই নিজের জন্য ছুটি উদ্যাপন ও উপলব্ধি করুন। ছুটির আনন্দ সবসময় ‘জুটি’ থাকার ওপর নির্ভর করে না। এটি আপনার নিজের সময় ও স্বাধীনতাকে উপভোগ করার একটি সুযোগ।
একা বা সিঙ্গেল মানুষদের জন্য ছুটির দিনগুলোতে হতাশা নয়, নিজের মনের আনন্দে ছুটি উদ্যাপন করুন। এই সময়টি কেবলমাত্র ভালোবাসার মানুষ বা পারিবারিক সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। আপনার ছুটি আপনার মতো করে উদ্যাপন করুন—এটাই আপনার জন্য বছরের শেষ উপহার।
বছর শেষে ছুটির মৌসুম এলেই সিঙ্গেল বা একা মানুষদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পরিবার ও বন্ধুদের নানা প্রশ্ন, একা পার্টিতে যাওয়ার দ্বিধা ও সামাজিক রীতি-নীতির কারণে অনেকেই ছুটির দিনগুলোতে চাপ অনুভব করেন। বিশেষত, নভেম্বর-ডিসেম্বর মাসে এই চাপটা বেশি মনে হয়। কারণ এই দুই মাসে শীতকালীন ছুটি, থার্টি ফাস্ট নাইট বা অনেকেই অফিসের ছুটি পান। তবে একা বা সিঙ্গেল জীবনের ছুটিও আনন্দময় এবং অর্থবহ হতে পারে, যদি তা সঠিকভাবে উদ্যাপন করা যায়।
আসুন জেনে নেওয়া যাক, কীভাবে সিঙ্গেল জীবনের ছুটি আনন্দময় ও অর্থবহ করা যায়—
ভ্রমণ করা
ছুটির সময় একা থাকাকে ইতিবাচকভাবে গ্রহণ করার একটি উপায় হলো ভ্রমণের পরিকল্পনা করা। একাকী ভ্রমণ আপনাকে নিজের জন্য সময় কাটানোর সুযোগ দেয় এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করে। যেকোনো দেশের প্রথাগত অনুষ্ঠান উপভোগ বা পছন্দের গন্তব্যে যাত্রা করতে পারেন।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো
যারা ভ্রমণে আগ্রহী নন, তাঁরা ঘরোয়া পরিবেশেই ছুটি উদ্যাপন করতে পারেন। এটি হতে পারে একটি ব্যক্তিগত পার্টি আয়োজন করে বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার সময় কাটানো। ঘরকুনো মানুষদের জন্য এটি একটি স্বস্তিদায়ক অভিজ্ঞতা হতে পারে।
নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া
অনেক সময় ছুটির মৌসুমে সামাজিক বাধ্যবাধকতার কারণে আমরা নিজের চাওয়াটাই ভুলে যাই। এ সময় নিজস্ব পছন্দ এবং চাহিদার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। পরিবার বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর চাপ এড়িয়ে নিজের জন্য আরামদায়ক সময় রাখতে পারেন।
নতুন রুটিন তৈরি করুন
ছুটির দিনগুলোতে নিজের মতো করে চলার সুযোগ থাকে। এ সময় আপনি চাইলে বিশেষ খাবার রান্না করতে পারেন বা স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অফিস থাকে না তাই ঘুম থেকে ওঠার তাড়াও থাকে না। সুবিধামতো সময়ে উঠে রান্না করে খেয়ে বেরিয়ে পড়তে পারেন। এর মাধ্যমে আপনি ছুটির দিনগুলোকে নিজস্ব রুটিনে, নিজের মতো করে অর্থবহ করে তুলতে পারবেন।
সামাজিক চাপে নয়, নিজের জন্য উদ্যাপন
এই মৌসুমে সিঙ্গেল জীবনের জন্য সামাজিক চাপ অনুভব করা অপ্রয়োজনীয়। তাই নিজের জন্য ছুটি উদ্যাপন ও উপলব্ধি করুন। ছুটির আনন্দ সবসময় ‘জুটি’ থাকার ওপর নির্ভর করে না। এটি আপনার নিজের সময় ও স্বাধীনতাকে উপভোগ করার একটি সুযোগ।
একা বা সিঙ্গেল মানুষদের জন্য ছুটির দিনগুলোতে হতাশা নয়, নিজের মনের আনন্দে ছুটি উদ্যাপন করুন। এই সময়টি কেবলমাত্র ভালোবাসার মানুষ বা পারিবারিক সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। আপনার ছুটি আপনার মতো করে উদ্যাপন করুন—এটাই আপনার জন্য বছরের শেষ উপহার।
কচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২১ ঘণ্টা আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগেতারুণ্যের পোশাক ডেনিম। একটা সময় মূলত পুরুষের পোশাক হয়ে থাকলেও এটি ক্রমেই ‘ইউনিসেক্স’ হয়ে উঠেছে। অর্থাৎ নারী-পুরুষনির্বিশেষে এখন ডেনিমের পোশাক পরে। আর সে জন্যই সম্ভবত ডেনিম দিয়ে তৈরি পোশাকে বৈচিত্র্য এসেছে। এখন প্যান্ট, জ্যাকেট, কটি ও শার্টের বাইরে বানানো হচ্ছে নানা ডিজাইনের স্কার্ট, ড্রেস, ব্লাউজ...
১ দিন আগেগরমকাল পুরুষদের জন্য কালস্বরূপ! হ্যাঁ, সত্য়ি বলছি। গরমে পুরুষেরা অনেক বেশিই ঘামেন। বলতে দ্বিধা নেই, অধিকাংশ পুরুষ স্রেফ সচেতনতার অভাবে গরমে অস্বস্তিতে ভোগেন। এখন আর সেই সময় নেই যে, এক কাপড়ে বেরিয়ে গিয়ে সেই রাতে বাড়ি ফিরবেন। গ্রীষ্মকালে সূর্যের দাপট এখন আগের চেয়ে অনেক বেশি।
১ দিন আগে