নিজের জন্য ৩০ কোটি ডলার মূল্যের প্রমোদতরি কিনেছেন মেটা প্ল্যাটফর্মের সিইও ও বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ। লঞ্চপ্যাড নামের ২৮৭ ফুট লম্বা এ প্রমোদতরিটি কয়েক দিন আগেই আমেরিকা এসে পৌঁছেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট।
প্রমোদতরিটির বিষয়ে মেটা প্ল্যাটফর্মস ও জাকারবার্গের মুখপাত্রের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি জাহাজটি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করেছে। ছবিতে গাঢ় নীল রঙের লঞ্চপ্যাডে একাধিক ডেক দেখা যায়।
প্রমোদতরিটির ওজন পাঁচ হাজার টন হতে পারে বলে অনুমান করছে সুপারইয়াট টাইমস। এটি ২৪ নট গতিতে চলতে পারে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের সুপরিচিত প্রমোদতরি নির্মাতা ফেডশিপ এই সুপারইয়ট তৈরি করেছে।
বোট ইন্টারন্যাশনালের মতে, বর্তমানে ১০০ মিটারের বেশি দীর্ঘ মাত্র ৭০টি মোটর ইয়ট রয়েছে। অন্য প্রমোদতরিগুলোর কয়েকটি অন্যান্য বিলিয়নিয়ারের কাছে আছে বলে ধারণা করা হয়।
দ্য সানের প্রতিবেদন অনুসারে, ১১৮ মিটার দীর্ঘ এই লঞ্চপ্যাডটি কিনতে ৯ অঙ্কের অর্থ খরচ করেছেন জাকারবার্গ। তবে নিজের জন্য এমন ব্যয়বহুল উপহার কিনতে যথেষ্ট পরিমাণে সম্পদের পাহাড়ও তৈরি করেছেন তিনি। ফোর্বস বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও জাকারবার্গের সম্পদের মোট মূল্য ছিল ১৭ হাজার ৮০০ কোটি।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের করপোরেট প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম রয়েছে তাঁর। প্রায় ২০ বছর আগে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। গত ফেব্রুয়ারিতে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ বছর আগে আমি একটি জিনিস তৈরি করেছিলাম। এ পথচলায় অনেকে আমাদের সঙ্গে জড়িত হয়েছিল এবং একসঙ্গে আমরা আরও অনেক অসাধারণ জিনিস তৈরি করেছি। আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং আমাদের সেরাটা দেওয়া এখনো বাকি।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সকে মেটা প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ফোকাস হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
নিজের জন্য ৩০ কোটি ডলার মূল্যের প্রমোদতরি কিনেছেন মেটা প্ল্যাটফর্মের সিইও ও বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ। লঞ্চপ্যাড নামের ২৮৭ ফুট লম্বা এ প্রমোদতরিটি কয়েক দিন আগেই আমেরিকা এসে পৌঁছেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট।
প্রমোদতরিটির বিষয়ে মেটা প্ল্যাটফর্মস ও জাকারবার্গের মুখপাত্রের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি জাহাজটি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করেছে। ছবিতে গাঢ় নীল রঙের লঞ্চপ্যাডে একাধিক ডেক দেখা যায়।
প্রমোদতরিটির ওজন পাঁচ হাজার টন হতে পারে বলে অনুমান করছে সুপারইয়াট টাইমস। এটি ২৪ নট গতিতে চলতে পারে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের সুপরিচিত প্রমোদতরি নির্মাতা ফেডশিপ এই সুপারইয়ট তৈরি করেছে।
বোট ইন্টারন্যাশনালের মতে, বর্তমানে ১০০ মিটারের বেশি দীর্ঘ মাত্র ৭০টি মোটর ইয়ট রয়েছে। অন্য প্রমোদতরিগুলোর কয়েকটি অন্যান্য বিলিয়নিয়ারের কাছে আছে বলে ধারণা করা হয়।
দ্য সানের প্রতিবেদন অনুসারে, ১১৮ মিটার দীর্ঘ এই লঞ্চপ্যাডটি কিনতে ৯ অঙ্কের অর্থ খরচ করেছেন জাকারবার্গ। তবে নিজের জন্য এমন ব্যয়বহুল উপহার কিনতে যথেষ্ট পরিমাণে সম্পদের পাহাড়ও তৈরি করেছেন তিনি। ফোর্বস বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও জাকারবার্গের সম্পদের মোট মূল্য ছিল ১৭ হাজার ৮০০ কোটি।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের করপোরেট প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম রয়েছে তাঁর। প্রায় ২০ বছর আগে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। গত ফেব্রুয়ারিতে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ বছর আগে আমি একটি জিনিস তৈরি করেছিলাম। এ পথচলায় অনেকে আমাদের সঙ্গে জড়িত হয়েছিল এবং একসঙ্গে আমরা আরও অনেক অসাধারণ জিনিস তৈরি করেছি। আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং আমাদের সেরাটা দেওয়া এখনো বাকি।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সকে মেটা প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ফোকাস হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
সকালের নাশতায় রোজ কি রুটির সঙ্গে আলুভাজি খেতে ভালো লাগে? কোনো একদিন সকালে বানিয়ে ফেলুন ফুলকো লুচি, আর সঙ্গে থাকতে পারে কাবলি ছোলার ঘুগনি। আপনাদের জন্য কাবলি ছোলার ঘুগনির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন করে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘দ্য গার্ল, আই অ্যাম দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের...
৪ ঘণ্টা আগেবাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
৫ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
৭ ঘণ্টা আগে