Ajker Patrika

আন্ডারআর্মে ডিওডোরেন্ট স্প্রে ব্যবহার করবেন না

শোভন সাহা
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৪: ৩৪
আন্ডারআর্মে ডিওডোরেন্ট স্প্রে ব্যবহার করবেন না

প্রশ্ন: আন্ডারআর্মের র‍্যাশ থেকে মুক্তির উপায় কী?
স্নিগ্ধা সাদিক, ঢাকা
আন্ডারআর্মে ময়লা জমে গেলে র‍্যাশ হতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতার রুটিন মেনে চলতে হবে। আন্ডারআর্মে যদি অনেক বেশি লোম থাকে, তাহলে তা ভালোভাবে পরিষ্কার এবং আফটার শেভ লোশন ব্যবহার করতে হবে। আন্ডারআর্মে কখনোই ডিওডোরেন্ট স্প্রে ব্যবহার করা উচিত নয়। এর পরিবর্তে রোল অন পারফিউম ব্যবহার করা উত্তম।

প্রশ্ন: আমার ত্বক সংবেদনশীল। ইদানীং মুখে টোনার বা ক্রিম ব্যবহারের সময় ত্বক জ্বালা করে। কিন্তু ত্বকে ক্লিনজার, টোনার ও ময়শ্চারাইজার ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। মেকআপও করি না কোনো অনুষ্ঠান না থাকলে।
বীণা গোমেজ, নাটোর

আপনি সম্ভবত দীর্ঘদিন কোনো ক্রিম ব্যবহার করেছেন মুখে, যার কারণে ত্বক এমন সংবেদনশীল হয়ে জ্বালা করছে। কিছুদিন ত্বককে একটু বিশ্রাম দিন। মুখে পেট্রোলিয়াম জেলি ছাড়া আর কিছুই ব্যবহার করবেন না আপাতত। এভাবে এক-দেড় মাস বিশ্রাম দিলে ত্বক পুরু ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। এরপর একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে কোন ধরনের ক্লিনজার, টোনার, সেরাম ও ক্রিম ব্যবহার করবেন, তা নির্বাচন করে নিতে পারেন। 

প্রশ্ন: রং করা চুল মসৃণ করার জন্য কীভাবে যত্ন নিতে পারি?
রামিসা রহমান, চাঁদপুর

রং করার পর চুলে অবশ্যই কালার প্রোটেক্টিং শ্যাম্পু, কন্ডিশনার ও সেরাম ব্যবহার করতে হবে। এ ছাড়া পারলারে বিভিন্ন কালার প্রোটেক্টিং ট্রিটমেন্ট দেওয়া হয় চুলের জন্য। সেগুলো নিলেও উপকার পাবেন।

পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত