নাহিন আশরাফ
বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।
বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।
সকালের নাশতায় রোজ কি রুটির সঙ্গে আলুভাজি খেতে ভালো লাগে? কোনো একদিন সকালে বানিয়ে ফেলুন ফুলকো লুচি, আর সঙ্গে থাকতে পারে কাবলি ছোলার ঘুগনি। আপনাদের জন্য কাবলি ছোলার ঘুগনির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন করে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘দ্য গার্ল, আই অ্যাম দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের...
৫ ঘণ্টা আগেবাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
৬ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
৮ ঘণ্টা আগে