নাহিন আশরাফ
বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।
বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।
মে দিবস মানেই ছুটির দিন। এদিন সকাল-সকাল কাজে যাওয়ার তাড়া নেই। আর এবার তো মে দিবস বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির বাইরে আরও একটা দিন বাড়তি ছুটি পাওয়া গেল। তাতেই মনটা ফুরফুরে লাগছে, তাই না? তবে এক দিন বেশি ছুটি পেয়ে কি শুয়ে-বসেই কাটাবেন? মে মাসের প্রথম দিনটি স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করতে পারেন।
৩২ মিনিট আগেবছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
১১ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১ দিন আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১ দিন আগে