সানজিদা সামরিন, ঢাকা
নেটিজেনরা এখন মেতে রয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভালকে নিয়ে। সম্প্রতি বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিলেন তিনি। মিষ্টি হাসির এই সুদর্শন গায়ক ফ্যাশনের দিক থেকেও কিন্তু কম যান না। স্টাইলিংয়ের জন্য রীতিমতো তার ইনস্টাগ্রাম স্টক করে উঠতি বয়সীরা।
চলতি ঘরানার পোশাক পরেই ক্ষান্ত নন দর্শন, ভালোবাসেন পোশাক-আশাক নিয়ে নিরীক্ষা করতেও। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে আমার ভালো লাগে। আর কোয়ার্কি প্রিন্ট ইদানীং আমার নজর কাড়ছে।’
কোয়ার্কি স্টাইল অনুসরণ করার উদ্দেশ্য় একটিই, তা হলো—সবার মাঝেও ওই এক দর্শন রাভালকে যেন আলাদা করে চেনা যায়। জ্যাকেট হোক বা ব্লেজার; টপ কি বটম; পোশাকে চড়া রং, ভিন্নধর্মী নকশা জুড়ে দিতে একটুও দ্বিধা নেই তার।
শুধু পোশাকেই নয়, তার রোজকার ব্যবহৃত ব্যাগ, মোজা, জুতা এমনকি ভ্রমণ অনুষঙ্গেও এ ধরনের রং ও নকশা থাকেই থাকে।
তবে বিয়েতে তাকে ক্ল্যাসিকাল শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। আইভরি রঙের শেরওয়ানিতে তিনি যেন সেজেছিলেন রূপকথার রাজপুত্রের মতো।
দর্শন রাভালকে যাঁরা ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন ফ্যাশনের পাশাপাশি ‘সোনি সোনি’ গানটির গায়ক ফিটনেস নিয়েও দারুণ সচেতন। নিয়মিত জিমে যান তিনি। তিনি বিশ্বাস করেন, সুস্থ ও সুন্দর থাকতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
নেটিজেনরা এখন মেতে রয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভালকে নিয়ে। সম্প্রতি বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিলেন তিনি। মিষ্টি হাসির এই সুদর্শন গায়ক ফ্যাশনের দিক থেকেও কিন্তু কম যান না। স্টাইলিংয়ের জন্য রীতিমতো তার ইনস্টাগ্রাম স্টক করে উঠতি বয়সীরা।
চলতি ঘরানার পোশাক পরেই ক্ষান্ত নন দর্শন, ভালোবাসেন পোশাক-আশাক নিয়ে নিরীক্ষা করতেও। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে আমার ভালো লাগে। আর কোয়ার্কি প্রিন্ট ইদানীং আমার নজর কাড়ছে।’
কোয়ার্কি স্টাইল অনুসরণ করার উদ্দেশ্য় একটিই, তা হলো—সবার মাঝেও ওই এক দর্শন রাভালকে যেন আলাদা করে চেনা যায়। জ্যাকেট হোক বা ব্লেজার; টপ কি বটম; পোশাকে চড়া রং, ভিন্নধর্মী নকশা জুড়ে দিতে একটুও দ্বিধা নেই তার।
শুধু পোশাকেই নয়, তার রোজকার ব্যবহৃত ব্যাগ, মোজা, জুতা এমনকি ভ্রমণ অনুষঙ্গেও এ ধরনের রং ও নকশা থাকেই থাকে।
তবে বিয়েতে তাকে ক্ল্যাসিকাল শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। আইভরি রঙের শেরওয়ানিতে তিনি যেন সেজেছিলেন রূপকথার রাজপুত্রের মতো।
দর্শন রাভালকে যাঁরা ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন ফ্যাশনের পাশাপাশি ‘সোনি সোনি’ গানটির গায়ক ফিটনেস নিয়েও দারুণ সচেতন। নিয়মিত জিমে যান তিনি। তিনি বিশ্বাস করেন, সুস্থ ও সুন্দর থাকতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৭ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৮ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
৯ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
৯ ঘণ্টা আগে