সানজিদা সামরিন, ঢাকা
নেটিজেনরা এখন মেতে রয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভালকে নিয়ে। সম্প্রতি বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিলেন তিনি। মিষ্টি হাসির এই সুদর্শন গায়ক ফ্যাশনের দিক থেকেও কিন্তু কম যান না। স্টাইলিংয়ের জন্য রীতিমতো তার ইনস্টাগ্রাম স্টক করে উঠতি বয়সীরা।
চলতি ঘরানার পোশাক পরেই ক্ষান্ত নন দর্শন, ভালোবাসেন পোশাক-আশাক নিয়ে নিরীক্ষা করতেও। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে আমার ভালো লাগে। আর কোয়ার্কি প্রিন্ট ইদানীং আমার নজর কাড়ছে।’
কোয়ার্কি স্টাইল অনুসরণ করার উদ্দেশ্য় একটিই, তা হলো—সবার মাঝেও ওই এক দর্শন রাভালকে যেন আলাদা করে চেনা যায়। জ্যাকেট হোক বা ব্লেজার; টপ কি বটম; পোশাকে চড়া রং, ভিন্নধর্মী নকশা জুড়ে দিতে একটুও দ্বিধা নেই তার।
শুধু পোশাকেই নয়, তার রোজকার ব্যবহৃত ব্যাগ, মোজা, জুতা এমনকি ভ্রমণ অনুষঙ্গেও এ ধরনের রং ও নকশা থাকেই থাকে।
তবে বিয়েতে তাকে ক্ল্যাসিকাল শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। আইভরি রঙের শেরওয়ানিতে তিনি যেন সেজেছিলেন রূপকথার রাজপুত্রের মতো।
দর্শন রাভালকে যাঁরা ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন ফ্যাশনের পাশাপাশি ‘সোনি সোনি’ গানটির গায়ক ফিটনেস নিয়েও দারুণ সচেতন। নিয়মিত জিমে যান তিনি। তিনি বিশ্বাস করেন, সুস্থ ও সুন্দর থাকতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
নেটিজেনরা এখন মেতে রয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভালকে নিয়ে। সম্প্রতি বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিলেন তিনি। মিষ্টি হাসির এই সুদর্শন গায়ক ফ্যাশনের দিক থেকেও কিন্তু কম যান না। স্টাইলিংয়ের জন্য রীতিমতো তার ইনস্টাগ্রাম স্টক করে উঠতি বয়সীরা।
চলতি ঘরানার পোশাক পরেই ক্ষান্ত নন দর্শন, ভালোবাসেন পোশাক-আশাক নিয়ে নিরীক্ষা করতেও। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে আমার ভালো লাগে। আর কোয়ার্কি প্রিন্ট ইদানীং আমার নজর কাড়ছে।’
কোয়ার্কি স্টাইল অনুসরণ করার উদ্দেশ্য় একটিই, তা হলো—সবার মাঝেও ওই এক দর্শন রাভালকে যেন আলাদা করে চেনা যায়। জ্যাকেট হোক বা ব্লেজার; টপ কি বটম; পোশাকে চড়া রং, ভিন্নধর্মী নকশা জুড়ে দিতে একটুও দ্বিধা নেই তার।
শুধু পোশাকেই নয়, তার রোজকার ব্যবহৃত ব্যাগ, মোজা, জুতা এমনকি ভ্রমণ অনুষঙ্গেও এ ধরনের রং ও নকশা থাকেই থাকে।
তবে বিয়েতে তাকে ক্ল্যাসিকাল শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। আইভরি রঙের শেরওয়ানিতে তিনি যেন সেজেছিলেন রূপকথার রাজপুত্রের মতো।
দর্শন রাভালকে যাঁরা ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন ফ্যাশনের পাশাপাশি ‘সোনি সোনি’ গানটির গায়ক ফিটনেস নিয়েও দারুণ সচেতন। নিয়মিত জিমে যান তিনি। তিনি বিশ্বাস করেন, সুস্থ ও সুন্দর থাকতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৪ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে